সেই প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন এনামুল হক
- আপডেট সময় : ১১:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
রেজাউল করিম হীরা শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:গাজীপুর শ্রীপুর উপজেলা গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রাম ২নং ওয়ার্ড নাড়া খেতের বাজার হালিমা (8০)র পাশে দাঁড়ালেন এনামুল হক ।
সাংবাদিক রেজাউল করিম হীরা ফেইসবুক আইডি থেকে হালিমা আক্তারের অসহায়ত্ব তুলে ধরে বুধবার (২৪ জানুয়ারী ) সকালে একটি পোস্ট দিলে বিষয়টি এনামুল হকের নজরে আসে। পরে বিকালেই তিনি তার জন্য হুইল চেয়ার নিয়ে হালিমার আক্তারের বাড়িতে চলে জান খোঁজ খবর নেন ও আশপাশের মহিলাদেরকে তার সেবাযত্ন করার জন্য উৎসাহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ১.সাংবাদিক রেজাউল
করিম হিরা ২আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আাসাদ ৩.গোলাম কিবরিয়া মিঠুন ৪. ২ নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী ছাত্রলীগের শামীম আহমেদ হৃদয় ৫.শারফিন আহমেদ শিমুল সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর ইউনিয়ন নবীন লীগ আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ