বরিশালে আবাসিক হোটেলে পুলিশের অভিযান নারী-পুরুষসহ আটক ১৪
- আপডেট সময় : ০৭:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃবরিশাল শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে চলছে হোটেল ব্যবসার আড়ালে দেহ ভিত্তিক ও মাদক ব্যবসা।
এমন তথ্য সূত্রে নগরীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।
রবিবার ২১শে জানুয়ারি দুপুরে এমন তথ্য সুত্রে নগরীর লঞ্চঘাট সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে হাজ্বী মহাসিন মার্কেটের সবুজ বাংলা,ভোলা, গালিব, ঝিনুক ও ভোলা,হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছেন কোতয়ালী মডেল থানার পুলিশ।
এস আই আরাফাত রহমান হাসান বলেন, নগরীর পোর্টরোড এলাকাসহ বেশকিছু হোটেল,চিল, এবং পাতারহাট,এ আর ফারুক,অন্তরা,ভোলা,উজিরপুরসহ বেশ কিছু আবাসিক হোটেলে দেহব্যবসা চলছে এমন তথ্য সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় সবুজ বাংলা,ভোলা,ও গালিব, ঝিনুক ও ভোলা হোটেলে থেকে ১৪ জন নারী ও পুরুষ গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে বিএমপি অধ্যাদেশে বিভিন্ন ধারায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, স্থানীয় গুটি কয়েক নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে হোটেলের নামে নারী দিয়ে অনৈতিক ব্যবসা চালিয়ে আসছে।
কোতয়ালী মডেল থানার এস আই মো. আরাফাত রহমান হাসান বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকে শুনছি। আমি পুলিশের উর্ধত্বম কর্মকর্তার সাথে কথা বলে অভিযান চালানো হবে।
এ বিষয় কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, নগরীতে বেশকিছু হোটেলে অনৈতিক কার্যকালাপ চলছে এমন তথ্য সূত্রে কোতয়ালী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে আটজন নারী ও ৬ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়।