দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা- ৪ আসনে এসএম আতাউল হক দোলন বেসরকারিভাবে নির্বাচিত
- আপডেট সময় : ০৮:৩১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
মোঃইদ্রিস আলী উপজেলা স্টাফ রিপোটার কালিগঞ্জ ্
৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সাতক্ষীরা ৪ শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক সংসদীয় আসনে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলন নৌকা প্রতীকে ১৪০০৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএমএন এর মনোনীত প্রার্থী এইচএম গোলাম রোজা নোঙ্গর প্রতীকে পেয়েছেন ৩৮৯৮৬ ভোট। ১০৮ সাতক্ষীরা ৪ শ্যামনগর উপজেলা ও কালীগঞ্জ আংশিক আসনের মোট ২০ ইউনিয়নের ১৪২টি ভোটকেন্দ্রের ৯৭৮টি ভোট কক্ষে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসাররা দায়িত্ব পালন করেন মোট ভোটার ৪৪২১১৩ এরমধ্যে পুরুষ ২২৩৪৩৪ ও মহিলা ভোটার ২১ ৮৭৫৫ জন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রক্ষায় আনসার ভিডিপি পুলিশ বিজিপি আইনশৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল ।অপর দিকে দেবহাটা আশাশুনি কালিগঞ্জ আংশিক আসন নিয়ে গঠিত সাতক্ষীরা তিন এই আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডাঃ আফম রুহুলহক এমপি।