সখিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান বিজয় দিবস।
- আপডেট সময় : ০৬:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে
সখিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান বিজয় দিবস।
মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
শনিবার ১৬ ই ডিসেম্বর টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান বিজয় দিবস। ভোর ৬ টা সময় কোকিলাপাবরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার ও সখিপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সখিপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এম এ সবুর, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমাস আজাদ, যুগ্ন আহ্বায়ক সজীব আহমেদ সহ যুবলীগের নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন,সখীপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শিক্ষক সমিতির সদস্য বৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী , ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় কোকিলাপাবরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন ।
পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার চেয়ারম্যান জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। উপজেলা প্রশাসন সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সকালে কুচকাওয়াজ সহ ভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।