সত্যের পথে প্রতিদিন পাঠক সমাজে নিত্য নতুন প্রতিদিন দেশের অন্যতম অনলাইন পত্রিকা”দৈনিক বর্তমান সংবাদ”

- আপডেট সময় : ১১:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ৩০৪ বার পড়া হয়েছে

আনিসা মনিঃ-সহকারী বার্তা সম্পাদক:-সত্যের পথে প্রতিদিন পাঠক সমাজে নিত্য নতুন প্রতিদিন খবরের অন্তরালে “দৈনিক বর্তমান সংবাদ” হৃদয় জুড়ে এই স্লোগানকে সামনে রেখে হাটি হাটি পা পা করে পাঠকের মনের অনুভূতি প্রকাশের অন্যতম অনলাইন পত্রিকা “দৈনিক বর্তমান সংবাদ”
জানা যায়, ইং ২০২৩ সালের প্রথমদিকে মাত্র ৫/৬জন সাংবাদিক নিয়ে কাজ শুরু করেছিল ।”দৈনিক বর্তমান সংবাদ”বর্তমানে রয়েছে ৮২ এর অধিক সংবাদদাতা। আজকে তার প্রতিফলনের বিজ বপনে সমগ্র দেশ জুড়ে তার বিস্তার লাভ।
বাংলাদেশ সহ দেশের বাহিরের পাঠক গনের জন্য বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ার সুবিধা ও করেছেন নিউজ পোর্টালে।দেশের সকল খবর সবার আগে তুলে ধরতে রয়েছে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী। সকল খবর সবার আগে তুলে ধরেন নিউজ পোর্টাল ও ভিডিও কন্টেন্ট এর মাধ্যমে।
বস্তু নিষ্ট সংবাদ ও ন্যায়ের পক্ষে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিবর্তনের বিভিন্ন বিষয়ের সঠিকভাবে দিক নির্দেশনা মূলক সংবাদ পরিস্ফুটিত থাকায় খুব দ্রুত দেশের প্রায় সংখ্যক পাঠকগণের মন কেড়ে নিয়েছে এই গণমাধ্যম। নাম ও কাজের দক্ষতায় বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় সততার সাথে কাজ করে যাচ্ছে এই টিমের সদস্যরা।
নিউজ পোর্টাল ছাড়াও রয়েছে ভিডিও কন্টেন্টের জন্য ফেসবুক অফিসিয়াল পেজ জার নাম দিয়েছেন । “দৈনিক বর্তমান সংবাদ”প্রতিষ্ঠানের উন্নতির লক্ষে কাজ করে চলেছেন সম্পাদক ও প্রকাশক মামুন হাসান বিএ। এছাড়াও রয়েছে অনুসন্ধান মূলক টিম ।
“দৈনিক বর্তমান সংবাদ”এর প্রকাশক ও সম্পাদক মানবতার ফেরিওয়ালা সাংবাদিক ব্যাক্তিত্ত্ব মামুন হাসান (বিএ) এর কাছে জানতে চাইলে তিনি বলেন নিজ কষ্টের অর্জিত শ্রম আর প্রতিটি প্রতিনিধির ভালোবাসা ও পাঠকের মনোভাবের বিশ্লেষণে আজকে এই পর্যন্ত আসা।
প্রাথমিক অবস্থায় সমাজে ঘাপটি মেরে থাকা অনেক কুচক্রি মহল অনেক ক্ষতি করতে চেয়েছিলো”দৈনিক বর্তমান সংবাদ”
নামক অনলাইন পত্রিকা সহ আমাকে,কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি সহায় হয় তাহলে কে কার ক্ষতি করে। এটাকে মনে প্রানে ধারন করে আমি আমার নির্দিষ্ট গন্তব্য স্টেশনে পৌছাতে সক্ষম হয়েছি। কিন্তু এখন আর কোন চক্রান্ত আমাদের কিছুই মনে হয় না। কারন এখন লক্ষ্য লক্ষ্য পাঠকগণের ভালোবাসা সাংবাদিকদের সংবাদ রয়েছে। আমাদের ভালোবাসার আরেক প্রতিচ্ছবির অন্যতম বাতিঘরে মুল আলো।
তিনি আরও জানান,সুনাম ও সম্মানের সাথে দেশ ও দশের অসহায়,খেটেখুটে খাওয়া সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরা আমাদের মূল লক্ষ্য। দেশের সর্বস্তরের খবরাখবর তুলে ধরাই আমাদের লক্ষ।
আমরা আমাদের দেশকে ভালোবাসি ও দেশের মানুষকে দেশের সেবা করাটা আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা সর্বদা দেশের আইন মেনে চলার চেষ্টা করি কারণ আইনের উর্ধে কিছু নয়। আমাদের মূল লক্ষ্য দেশের মূল ধারার সাংবাদিকদের নিয়ে কাজ করা ও হলুদ সাংবাদিকদের প্রতিহত করা।
তাই কবির ভাষায় বলতে হয় আমাদের দেশে হবে, সেই ছেলে কবে। কথায় না বড় হয়ে, কাজে বড় হবে।”দৈনিক বর্তমান সংবাদ”অনলাইন পত্রিকাটি কথায় নয়, বাস্তবতার কাজেই বিশ্বাসি ।