বঙ্গবন্ধুর মার্কা নৌকা শেখ হাসিনার মার্কা নৌকা আমার মার্কা নৌকা বললেন মীর মোশারফ হোসেন।
- আপডেট সময় : ০৮:০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
আশিকুল ইসলাম
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আজ বেলকুচি উপজেলার আগুরিয়া সংলগ্ন বাজারে আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন ঢাকা বনানী থানা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব মীর মোশারফ হোসেন। তিনি বলেন এই নির্বাচনে ইতি মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২৯৮ আসনে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন দিয়েছেন। এর মাঝে বাংলাদেশের কিছু সংখ্যক জায়গায় অপছন্দের ব্যক্তি থাকতে পারে কিন্তু আমরা নৌকার বিপক্ষে যাব না সব সময় নৌকার পক্ষে ছিলাম এবং থাকবো । যেহেতু জননেত্রী শেখ হাসিনা নির্বাচন উৎসব মুখর করতে ডামি প্রার্থীর কথা উল্লেখ করে দিয়েছেন , যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিযোগিতামূলক নির্বাচন করবে অনেক দল নির্বাচনে না আসার কারণে স্বতন্ত্র নির্বাচন করার কথাও বলেছেন। কিন্তু আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী হিসাবে নৌকার পক্ষে সব সময় ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। মীর মোশারফ হোসেন আরও বলেন হয়তো বা অনেক নেতা কর্মীরা আছেন যাদের মনের মাঝে রাগ অভিমান ও ক্ষোপ থাকতে পারে তাই সবাইকে নির্বাচন মূখী করার ও উৎসাহিত করার জন্য সবাইকে অনুরোধ করেন নেতা কর্মীদের বলেন ব্যক্তির উপর ক্ষোভ থাকতে পারে কিন্তু নৌকা প্রতিকের উপরে নয়।
১৭ই ডিসেম্বরের পর জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবে। তারপর জননেত্রী শেখ হাসিনা আমাদের যে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা মোতাবেক কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে আবারও প্রধানমন্ত্রী বানাতে আমার যা করতে হয় আমি ও আমার কর্মীদের নিয়ে সেই নির্দেশনা মোতাবেক কাজ করে যাবো।