বরিশালে আ’লীগের সমাবেশে পেশাগত দায়িত্বপালনকালে গুরুতর আহত চিত্র সাংবাদিক অপূর্ব বাড়ৈ
- আপডেট সময় : ০৪:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে রিকশা থেকে পরে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন চিত্র সাংবাদিক অপূর্ব বাড়ৈ।
তিনি গ্লোবাল টেলিভিশনের বরিশাল অফিসের চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।
এশিয়ান টেলিভিশনের চিত্র সাংবাদিক আজিম শরিফ জানান, ২রা নভেম্বর শনিবার নগরীর সদর রোডে আওয়ামী লীগের একাংশের মিছিল কাভারেজের জন্য রিকশায় উঠেন অপূর্ব, পরে মিছিলের জনস্রোতের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায় সে৷ এতে গুরুতর আহত হয়ে তার অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আজকের বার্তার নিজস্ব প্রতিবেদক রূপন কর অজিত জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেছেন অপূর্ব পরে গিয়ে কোমড়ে এবং পিঠে গুরুতর আঘাত পেয়েছেন। বাসায় বেশ কয়েকদিন বিশ্রামের প্রয়োজন বলেও জানান ঐ চিকিৎসক।