ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভালুকায় অসহায় পঙ্গু যুবককে হুইল চেয়ার ও নগত অর্থ ও বাজার সামগ্রী উপহার দিলেন বিএনপি নেতা মোস্তাফিজ মামুন Logo ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  Logo লক্ষীপুর জেলায় অতিবৃষ্টি ও বন্যায় কৃষি খাতে প্রায় ২২৮ কোটি টাকার ক্ষতি Logo গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট…

রাজশাহীতে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ৩

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ১১:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন। বুধবার বিকাল ৩.০০টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে এবং এ ঘটনায় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আহত দুই পুলিশ কনস্টেবলের নাম ইউসুফ আলী ও বিশ্বজিৎ কুমার। তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া তাদের ওপর হামলায় ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মখলেসুর রহমান মসকানের বাড়িতে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের তিন সদস্যের একটি দল। অন্য একটি দল ইউসুফপুর বাজারে অপেক্ষা করছিল। অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি রুবেল ও রায়হানকে আটক করে ডিবি। আটকের পর হাতকড়া পরাতে গেলে রুবেলের বাবা মখলেসুর ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করেন। তখন রুবেলের আরো দুই ভাই পাভেল ও সাব্বিরসহ তাদের ১০-১২ জন সহযোগী ঘটনাস্থলে আসে। এ সময় রুবেলের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তিন পুলিশ সদস্যের উপরে হামলা করে তাঁরা। এতে হাঁসুয়ার আঘাতে ইউসুফ ও বিশ্বজিৎ নামে দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মখলেস, সাব্বির ও শাওন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। রুবেল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হচ্ছে। হামলাকারী অন্যদের আটকের চেষ্টা চলছে।

Translate »

রাজশাহীতে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ৩

আপডেট সময় : ১১:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন। বুধবার বিকাল ৩.০০টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে এবং এ ঘটনায় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আহত দুই পুলিশ কনস্টেবলের নাম ইউসুফ আলী ও বিশ্বজিৎ কুমার। তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া তাদের ওপর হামলায় ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মখলেসুর রহমান মসকানের বাড়িতে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের তিন সদস্যের একটি দল। অন্য একটি দল ইউসুফপুর বাজারে অপেক্ষা করছিল। অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি রুবেল ও রায়হানকে আটক করে ডিবি। আটকের পর হাতকড়া পরাতে গেলে রুবেলের বাবা মখলেসুর ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করেন। তখন রুবেলের আরো দুই ভাই পাভেল ও সাব্বিরসহ তাদের ১০-১২ জন সহযোগী ঘটনাস্থলে আসে। এ সময় রুবেলের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তিন পুলিশ সদস্যের উপরে হামলা করে তাঁরা। এতে হাঁসুয়ার আঘাতে ইউসুফ ও বিশ্বজিৎ নামে দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মখলেস, সাব্বির ও শাওন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। রুবেল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হচ্ছে। হামলাকারী অন্যদের আটকের চেষ্টা চলছে।