ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo হারিয়ে যাওয়া শিশু সাদিককে পাঠানো হচ্ছে রাজশাহী বেবী হোমে  Logo শ্রীমঙ্গলে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জে জানান দিচ্ছে মহোৎসব নবান্নের

মোরছালিন আহম্মেদ, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
  • আপডেট সময় : ১২:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে

মোরছালিন আহম্মেদ
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়ন এর চরচিলগাছা গ্রামে এবছর প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই ধান কাটার মহা উৎসব শুরু হয়েছে।

বর্তমান সময়ে নদীতে পানি আছে একেবারে তলদেশে। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সকালের সোনারোদ। শেষ হেমন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছে মাঠ ভরা সোনালী ধান।

ঋতুচক্রের নিয়মেই হেমন্তের হাত ধরে আসে নবান্ন। গ্রামবাংলার মাঠে-খেতে চলছে আমন ধান কাটার মহোৎসব নবান্ন (অর্থ: নতুন অন্ন)। যা উওর অঞ্চল ও বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব।

নবান্ন হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে পাওয়া চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব।

নবান্ন উৎসবের মধ্য দিয়ে কোনো কোনো অঞ্চলে ফসল তোলার পরদিনই নতুন ধানের নতুন চালে ফিরনি-পায়েশ অথবা ক্ষীর তৈরি করে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর ঘরে ঘরে বিতরণ করা হয়।

চরচিলগাছা গ্রামের কৃষক মোঃ আসাদুল ইসলাম বলেন, ধান কাটা শুরু করেছি কয়েকদিন হলো। ফলন ভালেই হইছে। পোকার উপদ্রব শুরুতে থাকলে ও শেষের দিকে কমে গিয়েছিলো।

এই এলাকার বেশিরভাগ কৃষকই ধান কাটতে শুরু করেছেন। যারা দেড়িতে ধান রোপণ করেছিলেন তাদের ধান কাটতে আরও সপ্তাহ খানেক লাগবে।

একই এলাকার আরেক কৃষক দৈনিক বর্তমান সংবাদ কে বলেন, আমন ধানের ফলন ভাল হয়েছে। আমার জমির ধান এখনো পুরুদমে পাকেনি। দু-চার দিনের মধ্যে পেকে যাবে। তখন ধান কাটা শুরু করবো ইনশাআল্লাহ।

হেমন্তের বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের মিষ্টি ঘ্রাণ। দিনভর কয়লা খাটুনি খেটে ধান কাটার পর মাড়াই শেষে ঘরে তুলছেন কৃষকেরা।

তাদের এ কাজে সহযোগিতা করছেন কৃষাণি বধূরাও। আর এভাবেই দেখতে দেখতে গোলা ভরে উঠছে কৃষকের।

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন ঘুরে ঘুরে দেখা যায় এই সব চিত্র।

Translate »

সিরাজগঞ্জে জানান দিচ্ছে মহোৎসব নবান্নের

আপডেট সময় : ১২:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

মোরছালিন আহম্মেদ
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়ন এর চরচিলগাছা গ্রামে এবছর প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই ধান কাটার মহা উৎসব শুরু হয়েছে।

বর্তমান সময়ে নদীতে পানি আছে একেবারে তলদেশে। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সকালের সোনারোদ। শেষ হেমন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছে মাঠ ভরা সোনালী ধান।

ঋতুচক্রের নিয়মেই হেমন্তের হাত ধরে আসে নবান্ন। গ্রামবাংলার মাঠে-খেতে চলছে আমন ধান কাটার মহোৎসব নবান্ন (অর্থ: নতুন অন্ন)। যা উওর অঞ্চল ও বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব।

নবান্ন হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে পাওয়া চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব।

নবান্ন উৎসবের মধ্য দিয়ে কোনো কোনো অঞ্চলে ফসল তোলার পরদিনই নতুন ধানের নতুন চালে ফিরনি-পায়েশ অথবা ক্ষীর তৈরি করে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর ঘরে ঘরে বিতরণ করা হয়।

চরচিলগাছা গ্রামের কৃষক মোঃ আসাদুল ইসলাম বলেন, ধান কাটা শুরু করেছি কয়েকদিন হলো। ফলন ভালেই হইছে। পোকার উপদ্রব শুরুতে থাকলে ও শেষের দিকে কমে গিয়েছিলো।

এই এলাকার বেশিরভাগ কৃষকই ধান কাটতে শুরু করেছেন। যারা দেড়িতে ধান রোপণ করেছিলেন তাদের ধান কাটতে আরও সপ্তাহ খানেক লাগবে।

একই এলাকার আরেক কৃষক দৈনিক বর্তমান সংবাদ কে বলেন, আমন ধানের ফলন ভাল হয়েছে। আমার জমির ধান এখনো পুরুদমে পাকেনি। দু-চার দিনের মধ্যে পেকে যাবে। তখন ধান কাটা শুরু করবো ইনশাআল্লাহ।

হেমন্তের বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের মিষ্টি ঘ্রাণ। দিনভর কয়লা খাটুনি খেটে ধান কাটার পর মাড়াই শেষে ঘরে তুলছেন কৃষকেরা।

তাদের এ কাজে সহযোগিতা করছেন কৃষাণি বধূরাও। আর এভাবেই দেখতে দেখতে গোলা ভরে উঠছে কৃষকের।

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন ঘুরে ঘুরে দেখা যায় এই সব চিত্র।