ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ও বাংলাদেশ

দৈনিক ক্রাইম নিউজ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

রচনা: মুহাম্মদ তরিকুল ইসলাম,সহকারী অধ্যাপক
বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজ।

মামুন হাসানঃ- রিপোর্টার

ওগো বাঙ্গালী জাতির অগ্নিপুরুষ,
ইতিহাসের মহানায়ক
তোমার বিশাল জনপ্রিয়তা যেদিন আকাশ ছুয়েছিলো,
তোমার সিংহ হৃদয়ে সেদিন
বাঙ্গলী জাতির মুক্তির সনদ ছিলো অবিরাম,অবাদ,বিচরণ ।
তোমার সাম্য,শান্ত, সাবলিল মুখখানি,
বাংলার অবারিত প্রকৃতির প্রতিচ্ছবি,
যেন থেমে যাওয়া ঝড়-বৃষ্টির প্রশান্ত রুপখানি ।
তোমার বুকের ভিতর গহীন ক্রন্দন,
দুঃখী মানুষের হাহাকার যেন
নির্যাতিতের কান্নার নিঃশব্দ স্পন্দন।
তোমার পরিহিত সাদা পাঞ্জাবী,চেক লুঙ্গী আর কালো চশমা
বিশ্বদরবারে বাঙ্গালী পোশাকের
সুপরিচিত এক সুনিবিড় ভঙ্গিমা।
তোমার অকৃত্রিম পিতৃম্নেহ
কোথাও কোনদিন কেউ দেখেনি কভু কেহ।
তোমার ধর্মীয় সম্প্রীতি আর মানবতার ঐক্যের বন্ধন
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যেন এক নান্দনিক পুস্প চন্দন ।
তোমার মধুমাখা,গালভরা, অট্রহাসি
নীপিড়িত মানুষেরা দেখে দেখে
আশায় বুক বেধেঁছিলো রাশি রাশি।
তোমার অবিরাম দৃপ্ত চলন
প্রতিটি বাঙ্গালীর শিরা-ধমনীতে প্রবাহিত
বিশুদ্ধ রক্তের সঞ্চালন।
তোমার ব্যক্তিত্ত্বের বহিঃপ্রকাশ
আশাহত বাঙ্গালীকে প্রেরণা দিয়ে, করেছে বিস্ময়-বিকাশ ।
তোমার উদাত্ত্ব আহবানে হস্তদয় উত্তোলন
বাঙ্গালীর কর্ণকোহরে বাজে সুরের হ্যামিলন।
তোমার ডান হস্তের তর্জনী হেলনে
মৃতপ্রায় নির্জীব বাঙ্গালীর দোলা লাগে প্রাণে।
তোমার বজ্রকষ্ঠের শানিত ভাষণ,
বাঙ্গালীর হৃদপিন্ডে দেশ প্রেমের প্রেরনায় করেছে অনুশাসন।
তোমার অতুলনীয় গভীর আলিঙ্গন
চেতনায় সহজেই শিহরিত করেছে বাঙ্গালীর মন।
তোমার নেতৃত্বের সীমাহীন দাপট
পৃথিবীর একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত
শত কোটি মানুষের মৌলিক আকাঙ্খার দৃশ্যপট।
তোমার বুকে ছোড়া বুলেটের বিকট শব্দে
পাষান্ড পশুদের বুকটাও মৃদু কেঁপে উঠেছিলো,
বলেছিলো, হায়!একি করলে তুমি?
অতপর, ঐ রক্তস্নাত হিংস্র পোশাকটা নিয়েই মেতেছিলো হায়েনারা
আনন্দ-উল্লাস কিংবা খানা পিনায়-
পায়নিতো একদন্ড শান্তি কিংবা স্বস্তির সুবাস।
হয়তোবা ক্ষীণ আশায় গিয়েছিলো আরাধনায়
মসজিদ কিংবা মন্দিরে অথবা পর্বত শিখরে,
বিবেকের হিংস্র দংশনে শুধু নির্বাকই থেকেছে
কিছুই বলা হয়নি কাউরে।
তারপর,ছুটেছে দেশ-দেশান্তরে, যুগ-যুগান্তরে,
ঘুরেছে বনবাদারে,তবু নাহি মিলেছে,
এতটুকু শান্তির ঠাঁই।
তারও বহুদিন পরে,আকাশ বাতাস একম্পিত করে,
দৃষ্টির শেষ সীমানা চিরে,
পরাজিত শকুনদের চিহ্নিত করে ঘিরে,
ধরে এনে ফাঁসিতে ঝুলিয়েই করেছি শেষ,
তবু হৃদয় জুড়ে থাকুক এই স্বপ্নের স্বদেশ।
ঘাতকের বুলেটে ক্ষত হওয়া
তোমার বুকের ঐ রক্তাক্ত অংশটুকু
বাঙ্গালী জাতির ভাগ্য আকাশে
এক সার্বভৗম রাষ্ট্রের রঙিন মানচিত্র,
নাম তার‍‍‌ “বাংলাদেশ” ।।

ট্যাগস :
Translate »

বঙ্গবন্ধু ও বাংলাদেশ

আপডেট সময় : ০২:৩৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

রচনা: মুহাম্মদ তরিকুল ইসলাম,সহকারী অধ্যাপক
বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজ।

মামুন হাসানঃ- রিপোর্টার

ওগো বাঙ্গালী জাতির অগ্নিপুরুষ,
ইতিহাসের মহানায়ক
তোমার বিশাল জনপ্রিয়তা যেদিন আকাশ ছুয়েছিলো,
তোমার সিংহ হৃদয়ে সেদিন
বাঙ্গলী জাতির মুক্তির সনদ ছিলো অবিরাম,অবাদ,বিচরণ ।
তোমার সাম্য,শান্ত, সাবলিল মুখখানি,
বাংলার অবারিত প্রকৃতির প্রতিচ্ছবি,
যেন থেমে যাওয়া ঝড়-বৃষ্টির প্রশান্ত রুপখানি ।
তোমার বুকের ভিতর গহীন ক্রন্দন,
দুঃখী মানুষের হাহাকার যেন
নির্যাতিতের কান্নার নিঃশব্দ স্পন্দন।
তোমার পরিহিত সাদা পাঞ্জাবী,চেক লুঙ্গী আর কালো চশমা
বিশ্বদরবারে বাঙ্গালী পোশাকের
সুপরিচিত এক সুনিবিড় ভঙ্গিমা।
তোমার অকৃত্রিম পিতৃম্নেহ
কোথাও কোনদিন কেউ দেখেনি কভু কেহ।
তোমার ধর্মীয় সম্প্রীতি আর মানবতার ঐক্যের বন্ধন
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যেন এক নান্দনিক পুস্প চন্দন ।
তোমার মধুমাখা,গালভরা, অট্রহাসি
নীপিড়িত মানুষেরা দেখে দেখে
আশায় বুক বেধেঁছিলো রাশি রাশি।
তোমার অবিরাম দৃপ্ত চলন
প্রতিটি বাঙ্গালীর শিরা-ধমনীতে প্রবাহিত
বিশুদ্ধ রক্তের সঞ্চালন।
তোমার ব্যক্তিত্ত্বের বহিঃপ্রকাশ
আশাহত বাঙ্গালীকে প্রেরণা দিয়ে, করেছে বিস্ময়-বিকাশ ।
তোমার উদাত্ত্ব আহবানে হস্তদয় উত্তোলন
বাঙ্গালীর কর্ণকোহরে বাজে সুরের হ্যামিলন।
তোমার ডান হস্তের তর্জনী হেলনে
মৃতপ্রায় নির্জীব বাঙ্গালীর দোলা লাগে প্রাণে।
তোমার বজ্রকষ্ঠের শানিত ভাষণ,
বাঙ্গালীর হৃদপিন্ডে দেশ প্রেমের প্রেরনায় করেছে অনুশাসন।
তোমার অতুলনীয় গভীর আলিঙ্গন
চেতনায় সহজেই শিহরিত করেছে বাঙ্গালীর মন।
তোমার নেতৃত্বের সীমাহীন দাপট
পৃথিবীর একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত
শত কোটি মানুষের মৌলিক আকাঙ্খার দৃশ্যপট।
তোমার বুকে ছোড়া বুলেটের বিকট শব্দে
পাষান্ড পশুদের বুকটাও মৃদু কেঁপে উঠেছিলো,
বলেছিলো, হায়!একি করলে তুমি?
অতপর, ঐ রক্তস্নাত হিংস্র পোশাকটা নিয়েই মেতেছিলো হায়েনারা
আনন্দ-উল্লাস কিংবা খানা পিনায়-
পায়নিতো একদন্ড শান্তি কিংবা স্বস্তির সুবাস।
হয়তোবা ক্ষীণ আশায় গিয়েছিলো আরাধনায়
মসজিদ কিংবা মন্দিরে অথবা পর্বত শিখরে,
বিবেকের হিংস্র দংশনে শুধু নির্বাকই থেকেছে
কিছুই বলা হয়নি কাউরে।
তারপর,ছুটেছে দেশ-দেশান্তরে, যুগ-যুগান্তরে,
ঘুরেছে বনবাদারে,তবু নাহি মিলেছে,
এতটুকু শান্তির ঠাঁই।
তারও বহুদিন পরে,আকাশ বাতাস একম্পিত করে,
দৃষ্টির শেষ সীমানা চিরে,
পরাজিত শকুনদের চিহ্নিত করে ঘিরে,
ধরে এনে ফাঁসিতে ঝুলিয়েই করেছি শেষ,
তবু হৃদয় জুড়ে থাকুক এই স্বপ্নের স্বদেশ।
ঘাতকের বুলেটে ক্ষত হওয়া
তোমার বুকের ঐ রক্তাক্ত অংশটুকু
বাঙ্গালী জাতির ভাগ্য আকাশে
এক সার্বভৗম রাষ্ট্রের রঙিন মানচিত্র,
নাম তার‍‍‌ “বাংলাদেশ” ।।