ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের নিচে ময়লার ভাগাড়ে পরিনত
- আপডেট সময় : ০১:২৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
আব্দুল মোমিন
স্টাফ রিপোর্টারঃ
কোনাবাড়ী বিসিক শিল্প নগরী ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে কয়েক লক্ষ মানুষের বসবাস। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হাজার হাজার মানুষ বিভিন্ন পরিবহন অটোযোগে আসা যাওয়া করে, কোনাবাড়ী ময়লার দুর্গন্ধ কারনে নাক চেপে ধরে যাত্রীরা চলাফেরা করতে হয়।
পাশেই রয়েছে তিনটি প্রাইভেট হাসপাতাল এখানে প্রতিদিন রোগী আসেন, সাধারন জনগণ রাস্তা দিয়ে চলাফেরা করতে দুর্গন্ধ কারনে নানা অসুবিধায় পরতে হয়।
এমনিতেই ময়লার গন্ধের কারনে সমস্য হয় আবার পাশেই প্রশাবের জায়গা করে নিয়েছে পথচারী সহ হকার দোকানদার, ময়লা কুকুর বিড়াল ময়লা নাড়া চারা দিয়ে বিব্রত কর অবস্থায় পরতে হয় সাধারন মানুষদের।
পথচারী ইয়াকুব আলী বলেন,ময়লার দুর্গন্ধের জন্য এই রাস্তা দিয়ে নাক চেপে ধরে যেতে হয় দেখার কেউ নেই।
অটোচালক নূর আলম বলেন,এখানে শুধু ময়লায় ফেলেয়না প্রসাবও করেন আমরা আপনাদের মাধ্যমে সিটি কর্পোরেশন এবং কাউন্সিলরের দৃষ্টি আকর্শন করে বলতে চাই সবাই দেখেও না দেখার ভান করে চলে যায় তাহলে আমরা কোথায় যাব।
ময়লার বিষয় জানতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল আমীন তপন মুঠোফোনে বলেন, এটা সিটি কর্পোরেশন এর কাজ নির্বাচনের এর আগে নিজের টাকা খরচ করে পরিষ্কার করিয়েছি আমার বাবা এতো টাকা রেখে যায়নি যে আমি পরিষ্কার করাব।
সচেতন জনগণের মতামত নির্বাচনের আগে পরিষ্কার করার কাজ করে কাউন্সিলর সাধারন মানুষদের আইওয়াশ করেছেন বলে দাবী করেন,দ্রুত এই ময়লা সম্প্রসারন অন্যত্র সরানোর দাবী জানায়।