ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

একটি জাতিগত ঐক্য ছাড়া কোনো জাতি বড় হতে পারে না,অথই নূরুল আমিন

অথই নূরুল আমিন
  • আপডেট সময় : ০২:০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ৯০ বার পড়া হয়েছে

অথই নূরুল আমিন

আমার আজকের এই লেখায় খুব পিছনে যাবো না। শুধু আওয়ামী লীগের গত পনেরো বছর থেকে শুরু করলাম।

এই মাত্র একজন শ্রদ্ধেয় সাংবাদিক চলনবিলের আলো’র প্রকাশকও সম্পাদক সাহেব আমাকে ফোন দিলেন তিনি আমার কথা শুনেছেন এবং আমাকে তিনি খুব ভালোবাসেন। এরকম কথা হলো।

যাক সে কথা দেশের সকল সাংবাদিক কিন্তু তারা ঐক‍্য নয়। দেশে কমপক্ষে পনেরোটির অধিক সাংবাদিক সংগঠন রয়েছে।

এখানে যেমন রয়েছে মতের অমিল তেমনি রয়েছে পদাধিকার বিষয়। যেমন ক্রাইম, বিনোদন, খেলাধুলা, ফটো সাংবাদিক সহ ইত্যাদি পদবী।

শর্ত থাকে যে আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিক গণেরা যা দাবি তার পনেরো ভাগ দাবী পূরণ হয়েছে।

আমার অনেক কলামে লেখা আছে আমি চাই সাংবাদিক গণের একটি আইডি কার্ড থাকবে তথ‍্য মন্ত্রণালয় থেকে ইস‍্যু করা।

আরেকটি কার্ড থাকবে তিনি যে মিডিয়ায় কাজ করবেন। সেই মিডিয়ার। এই ধরনের দাবী কিন্তু কোনো সাংবাদিক সংগঠন করেনি।

আমার কথা হলো সরকার যদি ড্রাইভিং লাইসেন্স দিতে পারে। তাহলে সাংবাদিক লাইসেন্স কেন নয়।

তারপর বলি শ্রমিক। দেশ জুড়ে শ্রমিক সংগঠন যেন দুই ডজনের বেশি।

এই যে মত প্রার্থক‍্য কার আগে কে নেতা হবে এরকম ভ্রান্ত ধারণা।

তাই তো আমরা সরকারের কাছ থেকে দাবী আদায় করতে পারছি না।

এই আদায় করা না করা নিয়ে প্রশ্ন নাইবা করলাম। আমার কথা হলো আমরা কেন জাতিগত ঐক্য হতে পারলাম না।

আমরা কেন সবাই মিলে ভালোকে ভালো মন্দকে মন্দ বলছি না। আমরা কেন জাতিগত লোকসানে সবাই ঐক‍্যবদ্ধ হইতে পারি না।

আমরা কেন জাতিগত বিজয়ে সবাই ঐক্য হতে পারি না। আমরা কি সারাজীবন নিজের পায়ে নিজেরা কুড়াল মেরেই যাবো। আমাদের চৈতন্য কি কখনও উদয় হবে না।

আসুন সবাই ঐক্য হই। সবাই সাদাকে সাদা আর কালো কে কালো বলার অভ‍্যাস গড়ে তুলি।

Translate »

একটি জাতিগত ঐক্য ছাড়া কোনো জাতি বড় হতে পারে না,অথই নূরুল আমিন

আপডেট সময় : ০২:০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

অথই নূরুল আমিন

আমার আজকের এই লেখায় খুব পিছনে যাবো না। শুধু আওয়ামী লীগের গত পনেরো বছর থেকে শুরু করলাম।

এই মাত্র একজন শ্রদ্ধেয় সাংবাদিক চলনবিলের আলো’র প্রকাশকও সম্পাদক সাহেব আমাকে ফোন দিলেন তিনি আমার কথা শুনেছেন এবং আমাকে তিনি খুব ভালোবাসেন। এরকম কথা হলো।

যাক সে কথা দেশের সকল সাংবাদিক কিন্তু তারা ঐক‍্য নয়। দেশে কমপক্ষে পনেরোটির অধিক সাংবাদিক সংগঠন রয়েছে।

এখানে যেমন রয়েছে মতের অমিল তেমনি রয়েছে পদাধিকার বিষয়। যেমন ক্রাইম, বিনোদন, খেলাধুলা, ফটো সাংবাদিক সহ ইত্যাদি পদবী।

শর্ত থাকে যে আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিক গণেরা যা দাবি তার পনেরো ভাগ দাবী পূরণ হয়েছে।

আমার অনেক কলামে লেখা আছে আমি চাই সাংবাদিক গণের একটি আইডি কার্ড থাকবে তথ‍্য মন্ত্রণালয় থেকে ইস‍্যু করা।

আরেকটি কার্ড থাকবে তিনি যে মিডিয়ায় কাজ করবেন। সেই মিডিয়ার। এই ধরনের দাবী কিন্তু কোনো সাংবাদিক সংগঠন করেনি।

আমার কথা হলো সরকার যদি ড্রাইভিং লাইসেন্স দিতে পারে। তাহলে সাংবাদিক লাইসেন্স কেন নয়।

তারপর বলি শ্রমিক। দেশ জুড়ে শ্রমিক সংগঠন যেন দুই ডজনের বেশি।

এই যে মত প্রার্থক‍্য কার আগে কে নেতা হবে এরকম ভ্রান্ত ধারণা।

তাই তো আমরা সরকারের কাছ থেকে দাবী আদায় করতে পারছি না।

এই আদায় করা না করা নিয়ে প্রশ্ন নাইবা করলাম। আমার কথা হলো আমরা কেন জাতিগত ঐক্য হতে পারলাম না।

আমরা কেন সবাই মিলে ভালোকে ভালো মন্দকে মন্দ বলছি না। আমরা কেন জাতিগত লোকসানে সবাই ঐক‍্যবদ্ধ হইতে পারি না।

আমরা কেন জাতিগত বিজয়ে সবাই ঐক্য হতে পারি না। আমরা কি সারাজীবন নিজের পায়ে নিজেরা কুড়াল মেরেই যাবো। আমাদের চৈতন্য কি কখনও উদয় হবে না।

আসুন সবাই ঐক্য হই। সবাই সাদাকে সাদা আর কালো কে কালো বলার অভ‍্যাস গড়ে তুলি।