ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo হারিয়ে যাওয়া শিশু সাদিককে পাঠানো হচ্ছে রাজশাহী বেবী হোমে  Logo শ্রীমঙ্গলে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

বাংলাদেশে নাস্তিকদের অন্যতম একটা মিশন গোপন সিক্রেট মিশন

মোঃ নূর নবী, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ৭০ বার পড়া হয়েছে

মোঃ নূর নবী
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

সিক্রেট মিশন হলো ইস্যু তৈরি করে তাওহীদ বাদী মুসলিমদের অনলাইনে ব্যস্ত রাখা এবং তাদের মূল টার্গেট থেকে সর্বদা বিচ্ছিন্ন রাখা।

নাস্তিকরা ভালো করেই জানে এই মিশন একমাত্র ধর্মকে ব্যবহার করেই succces করা সম্ভব। আপনি হয়তো চিন্তা করেন নাই যে হঠাৎ করেই কিছুদিন পরপর অচেনা কোন নাস্তিকের আইডি থেকে ইসলাম নিয়ে কটুক্তি করে বা খোঁচা মারা কথা কেন বলা হয়?

মূলত ভিতরগত রহস্য হল সকল মুসলমানের চক্ষু দৃষ্টি তাদের দিকে ঘুরিয়ে রাখা। সারাদিন সেইসব পোস্ট নিয়ে আপনি তোলপাড় করেন আর আলিমরা সেই পোস্টের পিছনে লেগে পড়ে, এইটাই মূলত ওদের সাফল্য।

উদাহরণস্বরূপ বর্তমান ইস্যুটার দিকে তাকালেই বুঝতে পারবেন, তানজিম সাকিব ২০২২ সালে একটা ইসলামিক পোস্ট করে আর সেইটা কে ২০২৩ সালে হঠাৎ টেনে এনে নতুন এক আইডি থেকে খোঁচা মারা কথা বলা হচ্ছে এবং দীর্ঘদিন আগেই সেইসব স্ক্রিনশট করে রাখা হয়েছিল।

ব্যাস এখন সবাই সেই আইডি আর তানজিমকে নিয়ে ব্যস্ত আর টাইম লাইন ভরে নাস্তিক্য পাড়ায় আগুন লেগেছে বলে লাইক কমেন্টের ফুল ঝুরি উড়াচ্ছে।

চিন্তা করে দেখেন তো তানজিম তো নতুন করে কিছু লেখে নাই,তাহলে নাস্তিক্য পাড়ায় নতুন করে আগুল লেগেছে নাকি সুকৌশলে আমাদের ভিতর আগুন লাগানো হয়েছে ।

মূলত নাস্তিকরা আমাদের ভেতর আগুন লাগিয়েছে আর সেই আগুনে ছারখার হচ্ছে আমাদের সময় গুলো, আমাদের লক্ষ্য আর উদ্দেশ্যের দিকে পথচলা।

দুইদিন পর নতুন ইস্যু আসবে এটা ভুলে যাবেন কিন্তু আপনি যে এত পোস্ট লাইক কমেন্ট করলেন এর দ্বারা নাস্তিকদের কি ক্ষতি হয়েছে আর আমাদের বা কী লাভ হয়েছে? পরিশেষে ফলাফল কিন্তু শূন্যই!

আপনাদের কাছে সর্বশেষ মেসেজ হলো অনলাইনকে যদি দাওয়াতি কার্যক্রমের জন্য ব্যবহার করতে হয় তবে নিরবিচ্ছিন্ন ভাবে নিজের দাওয়াতি মিশনকে চালিয়ে যান,অনলাইনে তাদের নিয়ে ব্যস্ত না হয়ে অফলাইনে নিজেকে এলেম, এর মাধ্যমে প্রস্তুত করেন,দাওয়াহ ময়দানে নিয়োজিত করেন।

বারবার বলার পরও নাস্তিকদের ঠুনকো আইডিকে রাতারাতি ভাইরাল না করে, ওদের মতো ওদের রেখে দেন দেখবেন ফ্যান ফলোয়ার না পেয়ে এমনেই কোণ্ঠাসা হয়ে যাবে।

নাস্তিকদের সাথে তর্ক নয়, বিজয় চাই এই বিজয় আমার একার নয়, গোটা মুসলিম উম্মাহর,পুরা ইসলামের।

Translate »

বাংলাদেশে নাস্তিকদের অন্যতম একটা মিশন গোপন সিক্রেট মিশন

আপডেট সময় : ১০:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

মোঃ নূর নবী
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

সিক্রেট মিশন হলো ইস্যু তৈরি করে তাওহীদ বাদী মুসলিমদের অনলাইনে ব্যস্ত রাখা এবং তাদের মূল টার্গেট থেকে সর্বদা বিচ্ছিন্ন রাখা।

নাস্তিকরা ভালো করেই জানে এই মিশন একমাত্র ধর্মকে ব্যবহার করেই succces করা সম্ভব। আপনি হয়তো চিন্তা করেন নাই যে হঠাৎ করেই কিছুদিন পরপর অচেনা কোন নাস্তিকের আইডি থেকে ইসলাম নিয়ে কটুক্তি করে বা খোঁচা মারা কথা কেন বলা হয়?

মূলত ভিতরগত রহস্য হল সকল মুসলমানের চক্ষু দৃষ্টি তাদের দিকে ঘুরিয়ে রাখা। সারাদিন সেইসব পোস্ট নিয়ে আপনি তোলপাড় করেন আর আলিমরা সেই পোস্টের পিছনে লেগে পড়ে, এইটাই মূলত ওদের সাফল্য।

উদাহরণস্বরূপ বর্তমান ইস্যুটার দিকে তাকালেই বুঝতে পারবেন, তানজিম সাকিব ২০২২ সালে একটা ইসলামিক পোস্ট করে আর সেইটা কে ২০২৩ সালে হঠাৎ টেনে এনে নতুন এক আইডি থেকে খোঁচা মারা কথা বলা হচ্ছে এবং দীর্ঘদিন আগেই সেইসব স্ক্রিনশট করে রাখা হয়েছিল।

ব্যাস এখন সবাই সেই আইডি আর তানজিমকে নিয়ে ব্যস্ত আর টাইম লাইন ভরে নাস্তিক্য পাড়ায় আগুন লেগেছে বলে লাইক কমেন্টের ফুল ঝুরি উড়াচ্ছে।

চিন্তা করে দেখেন তো তানজিম তো নতুন করে কিছু লেখে নাই,তাহলে নাস্তিক্য পাড়ায় নতুন করে আগুল লেগেছে নাকি সুকৌশলে আমাদের ভিতর আগুন লাগানো হয়েছে ।

মূলত নাস্তিকরা আমাদের ভেতর আগুন লাগিয়েছে আর সেই আগুনে ছারখার হচ্ছে আমাদের সময় গুলো, আমাদের লক্ষ্য আর উদ্দেশ্যের দিকে পথচলা।

দুইদিন পর নতুন ইস্যু আসবে এটা ভুলে যাবেন কিন্তু আপনি যে এত পোস্ট লাইক কমেন্ট করলেন এর দ্বারা নাস্তিকদের কি ক্ষতি হয়েছে আর আমাদের বা কী লাভ হয়েছে? পরিশেষে ফলাফল কিন্তু শূন্যই!

আপনাদের কাছে সর্বশেষ মেসেজ হলো অনলাইনকে যদি দাওয়াতি কার্যক্রমের জন্য ব্যবহার করতে হয় তবে নিরবিচ্ছিন্ন ভাবে নিজের দাওয়াতি মিশনকে চালিয়ে যান,অনলাইনে তাদের নিয়ে ব্যস্ত না হয়ে অফলাইনে নিজেকে এলেম, এর মাধ্যমে প্রস্তুত করেন,দাওয়াহ ময়দানে নিয়োজিত করেন।

বারবার বলার পরও নাস্তিকদের ঠুনকো আইডিকে রাতারাতি ভাইরাল না করে, ওদের মতো ওদের রেখে দেন দেখবেন ফ্যান ফলোয়ার না পেয়ে এমনেই কোণ্ঠাসা হয়ে যাবে।

নাস্তিকদের সাথে তর্ক নয়, বিজয় চাই এই বিজয় আমার একার নয়, গোটা মুসলিম উম্মাহর,পুরা ইসলামের।