মানবিক সাহায্যের আবেদন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?

- আপডেট সময় : ০৬:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে

তমিজ উদ্দিন চৌধুরী,
স্টাফ রিপোর্টার, ফেনী।
ফেনী সদর উপজেলার উত্তর ফাজিলপুর লস্কর তালুক নিবাসী, মুহুরী পাড়ার সৈয়দ আহাম্মদ এর ছেলে মোঃ আবদুল হালিম (সুমন), পেশায় এক জন CNG চালক। প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন যাবত অসুস্থ। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় Green Life Medical College Hospital, Dhaka. ডাঃ মনসুর আহমেদ, ব্রেইন ও স্পাইন সার্জন এর পরামর্শে MRI করার পর ধরা পড়ে Spinal Cord এর নার্ভ ডেমেজ। জরুরী অপারেশন প্রয়োজন। পরীক্ষা-নীরিক্ষা, ঔষধ, অপারেশন খরচ সহ প্রায় ৪ লক্ষ টাকার প্রয়োজন। দরিদ্র সুমনের পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। লস্করতালুক সমাজ এর পক্ষ থেকে এক লক্ষ (১,০০,০০০/=) চিকিৎসা তহবিল গঠন করা হয়েছে। ১১/০৩/২৫ রোজ মঙ্গলবার জটিল এই অপারেশন সফল ভাবে শেষ হয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ধর্মপ্রান মুসলমান, দানবীর, দেশী-প্রবাসীসহ সকলের আর্থিক সহযোগিতা একান্তই কাম্য। যারা যাকাত প্রদান করেন, তাহাদের যাকাতের উল্লেখ্য অংশ এই সুমনের চিকিৎসা খাতে দিতে পারেন। আর্থিক সহযোগিতা পাঠানোর পর দয়া করে কল বা মেসেজ দিবেন। বিকাশ নং 01843450255 (সেলিম), 01730727782 (ইয়াহিয়া বাহার), 01815503689 (এরশাদ উল্লাহ রিপন), A/C: Mohammad Yahia Bahar 20502760200644705 Islami Bank Bangladesh Ltd. Gulshan 1, Dhaka. 31-08-1962