ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভালুকায় বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজের এডহ্ক কমিটি প্রথম সভা অনুষ্ঠিত Logo পানিহাটি তৃণমূল কাউন্সিলার সহ ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড Logo শাহী স্নানের শেষ দিনে মহাকুম্ভতে কয়েক লাখ মানুষের ভিড় Logo বিবেক কুনাল তরজা রসিয়ে উপভোগ করছেন নাগরিক মহল Logo সেলিমের উপরেই আস্থা রাখলেন দল Logo কার্তিক মহারাজের আশীর্বাদ নিয়ে তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতির পদ ছাড়তে হলো মাঙ্গিলাল তাপারিয়াকে Logo দিল্লি বিধানসভায় পেশ CAG রিপোর্ট – তীব্র বিরোধিতা আপের Logo শিবরাত্রি উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে কোচবিহারের বাণেশ্বর মন্দির। Logo সাত সকালে গ্রেফতার দুই মহিলা – হাতের ট্রলিব্যাগে এক মহিলার টুকরো দেহ Logo মুখ্যমন্ত্রী – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া গ্রুপের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা এবং হেলথ চেকআপ ক্যাম্প

শিবরাত্রি উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে কোচবিহারের বাণেশ্বর মন্দির।

বেবি চক্রবর্ত্তী:-
  • আপডেট সময় : ১০:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে


বেবি চক্রবর্ত্তী:-
২৬ তারিখ মহাশিবরাত্রি। হিন্দুদের কাছে এই দিনটি খুবই পবিত্র। বাংলার বিভিন্ন শিবমন্দিরে এদিন প্রচুর ভক্তের সমাগম ঘটে। কোচবিহারের অন্যতম শিবমন্দির হলো বানেশ্বর শিবমন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে বহু অজানা রহস্য রয়েছে। তবে এই শিব মন্দিরের বছরের বিভিন্ন সময় ভিড় জমান বহু ভক্তরা। তবে বিশেষ কিছু পুজোর তিথির সময় ভক্তদের ভিড় বেড়ে ওঠে কয়েকগুণ। এমনই একটি বিশেষ তিথির নাম শিব রাত্রি। এই শিবরাত্রিকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে আলাদা উদ্দীপনা কাজ করে প্রতিবছর। এই বছরেও সেই উদ্দীপনার বিন্দুমাত্র খামতি নেই। মূলত এই কারণেই বাণেশ্বর শিব মন্দিরকেও সাজিয়ে তোলা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে।নিরাপত্তার ভালো ব্যবস্থা করা হয়েছে। কাল সারাদিন প্রচুর পুলিশ থাকবে ওই মন্দিরে। বানেশ্বর শিব মন্দিরের কেয়ারটেকার অচিন্ত্য ঠাকুর জানান, “প্রতিবছর শিবরাত্রিতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে বানেশ্বর মন্দিরে। বছরের এই বিশেষ তিথিতে সারারাত ধরে চলে এই বিশাল আয়োজন। রাত্রিতে পুজোও করা হয়ে থাকে। মূলত সেই কারণেই বাণেশ্বর শিব মন্দিরকে সাজিয়ে তোলা হয় বিশেষ ভাবে। তবে এবারে সুরক্ষার বিষয়টি আরেকটু ভাল করে দেখা হচ্ছে। সেজন্য বাঁশের ব্যারিকেড করা হয়েছে। মহিলাদের ও পুরুষদের লাইন আলদা করা হবে। এছাড়া সিসিটিভি ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে এই মন্দির চত্বরে।সব মিলিয়ে বেশ সাজো সাজো রব মন্দিরকে কেন্দ্র করে।

ট্যাগস :
Translate »

শিবরাত্রি উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে কোচবিহারের বাণেশ্বর মন্দির।

আপডেট সময় : ১০:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


বেবি চক্রবর্ত্তী:-
২৬ তারিখ মহাশিবরাত্রি। হিন্দুদের কাছে এই দিনটি খুবই পবিত্র। বাংলার বিভিন্ন শিবমন্দিরে এদিন প্রচুর ভক্তের সমাগম ঘটে। কোচবিহারের অন্যতম শিবমন্দির হলো বানেশ্বর শিবমন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে বহু অজানা রহস্য রয়েছে। তবে এই শিব মন্দিরের বছরের বিভিন্ন সময় ভিড় জমান বহু ভক্তরা। তবে বিশেষ কিছু পুজোর তিথির সময় ভক্তদের ভিড় বেড়ে ওঠে কয়েকগুণ। এমনই একটি বিশেষ তিথির নাম শিব রাত্রি। এই শিবরাত্রিকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে আলাদা উদ্দীপনা কাজ করে প্রতিবছর। এই বছরেও সেই উদ্দীপনার বিন্দুমাত্র খামতি নেই। মূলত এই কারণেই বাণেশ্বর শিব মন্দিরকেও সাজিয়ে তোলা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে।নিরাপত্তার ভালো ব্যবস্থা করা হয়েছে। কাল সারাদিন প্রচুর পুলিশ থাকবে ওই মন্দিরে। বানেশ্বর শিব মন্দিরের কেয়ারটেকার অচিন্ত্য ঠাকুর জানান, “প্রতিবছর শিবরাত্রিতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে বানেশ্বর মন্দিরে। বছরের এই বিশেষ তিথিতে সারারাত ধরে চলে এই বিশাল আয়োজন। রাত্রিতে পুজোও করা হয়ে থাকে। মূলত সেই কারণেই বাণেশ্বর শিব মন্দিরকে সাজিয়ে তোলা হয় বিশেষ ভাবে। তবে এবারে সুরক্ষার বিষয়টি আরেকটু ভাল করে দেখা হচ্ছে। সেজন্য বাঁশের ব্যারিকেড করা হয়েছে। মহিলাদের ও পুরুষদের লাইন আলদা করা হবে। এছাড়া সিসিটিভি ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে এই মন্দির চত্বরে।সব মিলিয়ে বেশ সাজো সাজো রব মন্দিরকে কেন্দ্র করে।