বেলকুচিতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিাষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

- আপডেট সময় : ০৮:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী বিকালে উপজেলা সদরের সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে চারদিন ব্যাপী স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা অনুষ্ঠানের প্রধান অতিথি বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন গাবেরপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম, সোহাগপুর এস কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহিদুল রেজা, সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, মেঘুল্লা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম মাাজেদা আদিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবি হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।