প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি। সে শ্রদ্ধা জানাতে বিধানসভায় শুভেন্দু অধিকারী
- আপডেট সময় : ০৮:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি। সে শ্রদ্ধা জানাতে বিধানসভায় শুভেন্দু অধিকারী
বেবি চক্রবর্তী: কলকাতা :- প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি। কলকাতার এসএসকেএম হাসপাতালে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে সোমবার ৬৪ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। উত্তর দিনাজপুর জেলা থেকে দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন হাফিজ আলম সৈরানি। ১৯৯৬ সালে ভোটে জিতে ত্রাণ ও সমবায় দপ্তরের মন্ত্রী হন। তাঁর দাদা ছিলেন রমজান আলি। কলকাতার এমএলএ হস্টেলে তাঁর রহস্যজনক ভাবে মৃত্যু হয়। তার পরই গোয়ালপোখর আসনে লড়াই করে বিধায়ক হন হাফিজ আলি সৈরানি। তবে ২০০৬ সালে গোয়ালপোখরে দীপা দাসমুন্সীর কাছে হেরে যান তিনি।
তবে বহুদিন ফরওয়ার্ড ব্লকে থাকার পর দলের সঙ্গে মতবিরোধের জেরে ২০২২ সালের সেপ্টম্বর মাসে তিনি দলের সদস্যপদ ও নেতৃত্ব থেকে ইস্তফা দেন। তাঁর ভাইপো ইমরান আলি রমজও দলের বিরুদ্ধে বিদ্রোহ করেন। দুজনেই এরপর কংগ্রেসে যোগ দেন। ২০২৩ সালে তাঁকে প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি হিসেবে নিয়োগ করা হয়।