ফটিকছড়ি উপজেলায় শিখণ বিনিময় ও প্রকল্প সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ মোঃ মাসুদ।
চট্রগ্রামের ফটিকছড়িতে সকল সরকারি কর্মকর্তাদের নিয়ে শিখণ বিনিময় ও প্রকল্প সমাপ্তিকরণ সভা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।। এসময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। গত কিছুদিন আগে ফটিকছড়িতে ভয়াবহ বন্যার স্বাক্ষী হয় উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। বন্যা পরবর্তী সময়ে স্টার্ট ফান্ড বাংলাদেশের এর অর্থায়নে উপজেলার সবচেয়ে বন্যা কবলিত এলাকা ভূজপুর ইউনিয়নের বন্যার্তদের পাশে দাঁড়ান ঢাকা আহছানিয়া মিশন।। প্রায় ২২০ পরিবারকে ক্যাশ ছয় হাজার টাকা এবং ১১ টি আইটিমের স্যানিটারী কিট প্রদান করেন। প্রায় ১০০ শত পরিবারকে ২৫ কেজি করে গোখাদ্য প্রদান করেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৫০ টি টিউবওয়েল পুনরায় পানি পানি করার উপযোগী করেন। পাশাপাশি বন্যা কবলিত বিভিন্ন এলাকার জনসাধারণকে ফ্লিড ফ্যাসিলটরের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করেন।। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো এই প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা ও সংবর্ধনা জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর সোমবার উপজেলা মিলনায়তনে শিখণ বিনিময় ও প্রকল্প সমাপ্তি করণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোজাম্মেল হক চৌধুরী এবং ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান চৌধুরী শিপনসহ সকল সরকারি কর্মকর্তারা স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ঢাকা আহছানীয়া মিশনকে উপজেলার সর্বসাধারণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।। তারা এসময় প্রকল্পটি আরো দীর্ঘায়িত করে উপজেলার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহব্বান করেন।।