ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নতুন ভোটার নিবন্ধন করতে আসা মানুষদের মাঝে জামায়াতের খাবার পানি ও ওষুধ বিতরণ Logo এমপি হই বা না হই আমি মানুষের জন্য কাজ করে যাবো-বোয়াল খালিতে-মোস্তাক আহমেদ Logo বিরামপুরে শাইখ স্পোর্টস বিপিএল ক্রিকেট টুর্নামেন্টে সিজন -৮ এর শুভউদ্বোধন Logo ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় মাঠে ৯০’র দশকের প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী প্রীতি ফুটবল ম্যাচ Logo শেরপুর জমি নিয়ে ভাই বোনের মারামারিতে বড় ভাইরে ৬০ বছরের বৃদ্ধর মৃত্যু Logo চট্টগ্রাম লোহাগাড়াতে মাহক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত  Logo খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু Logo তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: লক্ষীপুরে এ্যানি চৌধুরী Logo আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: লক্ষীপুরে তথ্য উপদেষ্টা Logo শশুর বাড়ী গিয়ে পেট্রোল দিয়ে শাশুড়িকে পুড়িয়ে মারার চেষ্টা;জামাই পলাতক

ভারতীয় কোন জেলেকে বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে দেয়া হবে না-নৌবাহিনীর প্রধান

রাকিবুল ইসলাম রুবেল, ভোলা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

 

রাকিবুল ইসলাম রুবেল, ভোলা জেলা প্রতিনিধি:

 

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল নাজমুল হাসান বলেছেন, ভারতীয় কোন জেলেকে বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে দেয়া হবে না। আমাদের মৎস্য সম্পদ তারা নিয়ে যাবে, এটা হবে না। আমাদের নৌবাহিনী এবং কোষ্টগার্ড এ বিষয়ে তৎপর রয়েছে।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাম্প্রতিক সময়ে দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে পরিদর্শন করতে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংএ তিনি এ কথা বলেন।

 

ভারতীয় সরকারের সঙ্গে এ বিষয় কথা বলবে উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘ভারতীয় জেলেরা আর যেন বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে না পারে, সে বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং কূটনীতিকভাবে আমরা ভারতীয় সরকারের কাছে এ প্রতিবাদ জানাব৷ বাংলাদেশের জলসীমায় বর্তমানে ভারতীয় ট্রলারের উপদ্রব অনেকটা কমে গেছে বলেও তিনি দাবি করেন’।

 

ব্রিফিংএ তিনি আরো বলেন, ভোলা জেলার সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ও জলদস্যুতা কঠোর হস্তে দমন করা হবে। কে কোন দলের, সেটা দেখার সময় নেই। যে অপরাধ করবে সে ব্যক্তিই অপরাধী। চিহ্নিত কাউকেই ছাড় দেয়া হবে না।

 

ভোলার সার্বিক পরিস্থিতি এবং অবৈধ অস্ত্রের বিষয়ে নৌবাহিনীর প্রধান বলেন, ‘ভোলা থেকে ৯৭টি অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। এরমধ্যে ৮৬টি অস্ত্র কেনা হয়েছে। কেনা সকল অস্ত্র জমা পড়েছে। বাহিরে বৈধ কোনো অস্ত্র এখন আর নেই। তবে কারো কাছে যদি অবৈধ অস্ত্র থেকে থাকে, তাহলে আমাদের যৌথবাহিনী সে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবে।

 

এর আগে সকাল সাড়ে ৯টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকা থেকে ভোলায় আসেন এডমিরাল নাজমুল হাসান। ভোলা পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টায় তিনি খুলনার উদ্দেশে ভোলা ত্যাগ করেন।

 

ভোলা পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, নৌবাহিনীর খুলনা জোনের কমান্ডার রিয়াল এডমিরাল গোলাম সাদেক, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী, ভোলা নৌবাহিনীর কমান্ডার আরাফাতুল ইসলাম, জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান ও পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ আরো অনেকে।

ট্যাগস :
Translate »

ভারতীয় কোন জেলেকে বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে দেয়া হবে না-নৌবাহিনীর প্রধান

আপডেট সময় : ১১:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

 

রাকিবুল ইসলাম রুবেল, ভোলা জেলা প্রতিনিধি:

 

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল নাজমুল হাসান বলেছেন, ভারতীয় কোন জেলেকে বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে দেয়া হবে না। আমাদের মৎস্য সম্পদ তারা নিয়ে যাবে, এটা হবে না। আমাদের নৌবাহিনী এবং কোষ্টগার্ড এ বিষয়ে তৎপর রয়েছে।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাম্প্রতিক সময়ে দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে পরিদর্শন করতে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংএ তিনি এ কথা বলেন।

 

ভারতীয় সরকারের সঙ্গে এ বিষয় কথা বলবে উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘ভারতীয় জেলেরা আর যেন বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে না পারে, সে বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং কূটনীতিকভাবে আমরা ভারতীয় সরকারের কাছে এ প্রতিবাদ জানাব৷ বাংলাদেশের জলসীমায় বর্তমানে ভারতীয় ট্রলারের উপদ্রব অনেকটা কমে গেছে বলেও তিনি দাবি করেন’।

 

ব্রিফিংএ তিনি আরো বলেন, ভোলা জেলার সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ও জলদস্যুতা কঠোর হস্তে দমন করা হবে। কে কোন দলের, সেটা দেখার সময় নেই। যে অপরাধ করবে সে ব্যক্তিই অপরাধী। চিহ্নিত কাউকেই ছাড় দেয়া হবে না।

 

ভোলার সার্বিক পরিস্থিতি এবং অবৈধ অস্ত্রের বিষয়ে নৌবাহিনীর প্রধান বলেন, ‘ভোলা থেকে ৯৭টি অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। এরমধ্যে ৮৬টি অস্ত্র কেনা হয়েছে। কেনা সকল অস্ত্র জমা পড়েছে। বাহিরে বৈধ কোনো অস্ত্র এখন আর নেই। তবে কারো কাছে যদি অবৈধ অস্ত্র থেকে থাকে, তাহলে আমাদের যৌথবাহিনী সে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবে।

 

এর আগে সকাল সাড়ে ৯টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকা থেকে ভোলায় আসেন এডমিরাল নাজমুল হাসান। ভোলা পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টায় তিনি খুলনার উদ্দেশে ভোলা ত্যাগ করেন।

 

ভোলা পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, নৌবাহিনীর খুলনা জোনের কমান্ডার রিয়াল এডমিরাল গোলাম সাদেক, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী, ভোলা নৌবাহিনীর কমান্ডার আরাফাতুল ইসলাম, জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান ও পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ আরো অনেকে।