বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন বোরহান-উল ইসলাম, সেবার মানে সন্তোষ প্রকাশ
- আপডেট সময় : ০৯:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল ইসলাম সিদ্দিকী।
রবিবার(১ সেপ্টেম্বর ) দুপুর ১২.৩০ মিনিটে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকষ্মিক পরিদর্শনে আসেন তিনি। এ সময় বিরামপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, লেবার ওয়ার্ড, কেবিন, টয়লেট, ওয়াশ ব্লক (বিষ খাওয়া রোগীদের জন্য), রান্নাঘর, সম্মেলন কক্ষ ইত্যাদি স্থান ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নের ধানজুড়ী নেটাশন এলাকায় সদর উদ্দিন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি, ডাঃ তাহাজুল ইসলাম,
এম টি (ইপিআই) মাসুদ , নার্সিং সুপারভাইজার মোর্শেদা,এইচসিপি নুর মোহাম্মদ, স্বাস্থ্য সহকারী আজিজুর রহমান প্রমুখ।