ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পল্টনে মহাসমাবেশ সফল করার লক্ষে গাজীপুরে প্রস্তুতি সভা। Logo ।।ভক্ত আশেকানদের জন্য উন্মুক্ত করা হলো ফটিকছড়ির বাবা ভান্ডারীর রওজা।। Logo কালিয়াকৈরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত Logo লক্ষীপুরের রায়পুরে প্রাক্তন ছাত্র ও বন্ধু মহলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ২ শতাধিক কৃষকের মাঝে ধানের চারা বিতরন Logo চট্টগ্রাম বোয়াল খালির হোরার বাগ গ্রামে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নী(সা:) মাহফিল সম্পন্ন Logo লালমোহনে রশিদ দিয়ে চাঁদাবাজি ৬ জন গ্রেফতার Logo নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন Logo গফরগাঁও য়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। Logo লক্ষীপুরের রায়পুরে সরকারি খালে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা Logo বাগমারায় হয়রানিমূলক মামলা ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে কর্মসূচি

শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া 
  • আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন নোবেল: দিঘিলিয়া

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি আজ বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।

কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় রাজপথ ও  রেলপথ অবরোধ করেছে সরকারি ব্রজলাল কলেজ (বিএল কলেজ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল, কোটাপদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবিতে খুলনায় রেলপথ রাজপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে খুলনা-যশোর মহাসড়কে যানচলাচল ও রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বেনাপোল থেকে আসা একটি ট্রেন খুলনা রেলস্টেশনে ঢুকতে বাধা দেয়।

অপরদিকে, বিকেলে শিক্ষার্থীদের আরেকটি অংশ খুলনা-ঢাকা মহাসড়কের রূপসা বাইপাস সাচিবুনিয়া মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

বিএল কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা বলেন, আমরা আজকে এক দফা দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের দাবি হচ্ছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চাকরিতে সব কোটা বৈষম্যের অবসান চাই। কোটা বৈষম্যের অবসান হবে এর পর তারা রাজপথ ছাড়বেন এমনটাই দাবি করেন। তারা বলেন, এদেশের ছাত্র সমাজ কোন আন্দোলনে নেমে ফিরে যাওয়ার নজির নেই, এবারও আমরা দাবি আদায় না করে খালি হাতে ফিরবনা।

এদিকে সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর করা আবেদনের ওপর শুনানি নিয়ে আজ বুধবার (১০ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেন।

আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে।

এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি। আগামী ৪ সপ্তাহ পর এ বিষয়ে ফের শুনানি হবে।

ট্যাগস :
Translate »

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে কর্মসূচি

আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

শাহাদাত হোসেন নোবেল: দিঘিলিয়া

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি আজ বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।

কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় রাজপথ ও  রেলপথ অবরোধ করেছে সরকারি ব্রজলাল কলেজ (বিএল কলেজ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল, কোটাপদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবিতে খুলনায় রেলপথ রাজপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে খুলনা-যশোর মহাসড়কে যানচলাচল ও রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বেনাপোল থেকে আসা একটি ট্রেন খুলনা রেলস্টেশনে ঢুকতে বাধা দেয়।

অপরদিকে, বিকেলে শিক্ষার্থীদের আরেকটি অংশ খুলনা-ঢাকা মহাসড়কের রূপসা বাইপাস সাচিবুনিয়া মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

বিএল কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা বলেন, আমরা আজকে এক দফা দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের দাবি হচ্ছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চাকরিতে সব কোটা বৈষম্যের অবসান চাই। কোটা বৈষম্যের অবসান হবে এর পর তারা রাজপথ ছাড়বেন এমনটাই দাবি করেন। তারা বলেন, এদেশের ছাত্র সমাজ কোন আন্দোলনে নেমে ফিরে যাওয়ার নজির নেই, এবারও আমরা দাবি আদায় না করে খালি হাতে ফিরবনা।

এদিকে সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর করা আবেদনের ওপর শুনানি নিয়ে আজ বুধবার (১০ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেন।

আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে।

এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি। আগামী ৪ সপ্তাহ পর এ বিষয়ে ফের শুনানি হবে।