সংবাদ শিরোনাম ::
ঈদুল আযাহার নামাজ আদায় চকশৈল্যা বাজার ঈদগাহ মাঠে।
হাবিব আমজাদ রিপোর্টার, নওগাঁ।
- আপডেট সময় : ০৩:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
হাবিব আমজাদ
রিপোর্টার, নওগাঁ।
আজ ১৭ই জুন সোমবার সারাদেশে মানুষের মাঝে ঈদের আনন্দ। নির্ধারণ করা সময়সূচি অনুযায়ী সকাল ৮টা ৩০ মিনিটে চকশৈল্যা বাজার সংলগ্ন ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় হয়েছে।
প্রতিবারের মতো ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সুপার, চকহরি নারায়ণ চকইসলাপুর দাখিল মাদ্রাসা। নামাজের পূর্বে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন মো: জাহাঙ্গীর আলম প্রামাণিক প্রধান শিক্ষক ফতেপুর উচ্চ বিদ্যালয় ও সাবেক চেয়ারম্যান বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ। ঈদগাহের ইমাম নামাজের পরে তিনি খুৎবা পাঠ এবং কুরবানী সম্পর্কে আলোচনা করেন।
আলোচনায় তিনি বলেন সাত ভাগে করবানী করার যথেষ্ট দলিল রয়েছে এগুলো নিয়ে সমাজে কেউ বিভ্রান্তি সৃষ্টি না করে। পরিশেষে দুআ ও মোনাজাতের পর সবাই ঈদের মাঠ বাড়ি ফিরছে।
Translate »