ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভালুকায় অসহায় পঙ্গু যুবককে হুইল চেয়ার ও নগত অর্থ ও বাজার সামগ্রী উপহার দিলেন বিএনপি নেতা মোস্তাফিজ মামুন Logo ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  Logo লক্ষীপুর জেলায় অতিবৃষ্টি ও বন্যায় কৃষি খাতে প্রায় ২২৮ কোটি টাকার ক্ষতি Logo গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট…

চাহিদার তুলনায় কোরবানির পশু দ্বিগুণ বেশি , দাম ও নাগালের বাহিরে

মোঃ জাহিদুল ইসলাম শিহাব সন্দ্বীপ, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৬:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ২৫ বার পড়া হয়েছে

 

মোঃ জাহিদুল ইসলাম শিহাব সন্দ্বীপ, চট্টগ্রাম

আগামী সোমবার পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সন্দ্বীপে কোরবানিযোগ্য পশুর পরিচর্যা ও প্রস্তুতি কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও খামারিরা।

এ বছর সন্দ্বীপ উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ২৪ হাজার। প্রস্তুত আছে ৮০ হাজার ৮৭৯টি। বেশি আছে ৫৬ হাজার ৮৭৯টি। আর কোরবানির জন্য প্রস্তুতের বাইরে ও মজুত পশুর মধ্যে গরু আছে ৩৭ হাজার ৭৪৮টি, ছাগল ও ভেড়া আছে ৩০ হাজার ৯৮৭টি। মহিষ রয়েছে ১২ হাজার ১৪৪ টি।

ইতোমধ্যে কোরবানির পশু বিক্রির জন্য সন্দ্বীপে আরো এক সপ্তাহ আগ থেকে ১৭টি হাটে গবাদি পশু বিক্রি শুরু হয়েছে। এখন চলছে শেষ মূহুর্তের বেচা কেনা সন্দ্বীপে সবচেয়ে বড় পশুর হাট উত্তর দিকে কালাপানিয়া, সন্তোষপুর, আমানউল্লাহ, গাছুয়া, বাউরিয়া, হরিশপুর, দীর্ঘাপাড় এলাকায় নতুন বাজার আকবর হাট, দক্ষিণ সন্দ্বীপের শিবের হাট, ধোপার হাট, পন্ডিতের হাট, ঘাটমাঝির হাট, এরশাদ মার্কেট, বকতার হাট, সেনের হাট, তালতলা বাজার, গুপ্তছড়া বাজার।

গরুর হাট পরিদর্শন করে খামারি ও ক্রেতাদের সাথে কথা বলে দেখা গেছে পশুর দাম এখনো নাগালের বাহিরে, দাম খুব চড়া।

বকতার হাটে গরু বিক্রি করতে আসা পৌর ৭ নং ওয়ার্ডের খামারি বেলাল উদ্দিন বলেন, ‘প্রাকৃতিক উপায়ে উৎকৃষ্ট মানের বড় ষাঁড় ও বলদ গরু লালন-পালন করা হয়। বড় ষাঁড়গুলোর ব্যাপক চাহিদা রয়েছে। খামারে ২৭টি কোরবানিযোগ্য ষাঁড় আছে। আকার ভেদে যার দাম ৬০ হাজার থেকে ৬ লাখ টাকা পর্যন্ত। তিনি আরো বলেন, ‘গরুর খাদ্যের দাম বাড়তি এতে লালন-পালনের খরচ আগের তুলনায় অনেক বেড়েছে।

মুছাপুর ১ নং ওয়ার্ডের খামারি আকবর হোসেন বলেন, গৌ খাদ্যর দাম দিন দিন বেড়ে চলছে, খামারে গরু বিক্রি করে গতবছর ও লস পড়েছি। এবার পশুর চাহিদা রয়েছে আশা করি দাম পাবো।

সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আজম বলেন বলেন, এ বছর আমাদের চাহিদার তুলনায় অতিরিক্ত পশু রয়েছে, কোরবানির পশুর চাহিদার চেয়ে সরবরাহ বেশি। ফলে কোরবানির পশুর জন্য কারও মুখাপেক্ষী হতে হবে না। আমরা প্রতিনিয়ত খামারিদের সঙ্গে বৈঠক করি এবং তাদের সচেতন করি।

ট্যাগস :
Translate »

চাহিদার তুলনায় কোরবানির পশু দ্বিগুণ বেশি , দাম ও নাগালের বাহিরে

আপডেট সময় : ০৬:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

 

মোঃ জাহিদুল ইসলাম শিহাব সন্দ্বীপ, চট্টগ্রাম

আগামী সোমবার পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সন্দ্বীপে কোরবানিযোগ্য পশুর পরিচর্যা ও প্রস্তুতি কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও খামারিরা।

এ বছর সন্দ্বীপ উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ২৪ হাজার। প্রস্তুত আছে ৮০ হাজার ৮৭৯টি। বেশি আছে ৫৬ হাজার ৮৭৯টি। আর কোরবানির জন্য প্রস্তুতের বাইরে ও মজুত পশুর মধ্যে গরু আছে ৩৭ হাজার ৭৪৮টি, ছাগল ও ভেড়া আছে ৩০ হাজার ৯৮৭টি। মহিষ রয়েছে ১২ হাজার ১৪৪ টি।

ইতোমধ্যে কোরবানির পশু বিক্রির জন্য সন্দ্বীপে আরো এক সপ্তাহ আগ থেকে ১৭টি হাটে গবাদি পশু বিক্রি শুরু হয়েছে। এখন চলছে শেষ মূহুর্তের বেচা কেনা সন্দ্বীপে সবচেয়ে বড় পশুর হাট উত্তর দিকে কালাপানিয়া, সন্তোষপুর, আমানউল্লাহ, গাছুয়া, বাউরিয়া, হরিশপুর, দীর্ঘাপাড় এলাকায় নতুন বাজার আকবর হাট, দক্ষিণ সন্দ্বীপের শিবের হাট, ধোপার হাট, পন্ডিতের হাট, ঘাটমাঝির হাট, এরশাদ মার্কেট, বকতার হাট, সেনের হাট, তালতলা বাজার, গুপ্তছড়া বাজার।

গরুর হাট পরিদর্শন করে খামারি ও ক্রেতাদের সাথে কথা বলে দেখা গেছে পশুর দাম এখনো নাগালের বাহিরে, দাম খুব চড়া।

বকতার হাটে গরু বিক্রি করতে আসা পৌর ৭ নং ওয়ার্ডের খামারি বেলাল উদ্দিন বলেন, ‘প্রাকৃতিক উপায়ে উৎকৃষ্ট মানের বড় ষাঁড় ও বলদ গরু লালন-পালন করা হয়। বড় ষাঁড়গুলোর ব্যাপক চাহিদা রয়েছে। খামারে ২৭টি কোরবানিযোগ্য ষাঁড় আছে। আকার ভেদে যার দাম ৬০ হাজার থেকে ৬ লাখ টাকা পর্যন্ত। তিনি আরো বলেন, ‘গরুর খাদ্যের দাম বাড়তি এতে লালন-পালনের খরচ আগের তুলনায় অনেক বেড়েছে।

মুছাপুর ১ নং ওয়ার্ডের খামারি আকবর হোসেন বলেন, গৌ খাদ্যর দাম দিন দিন বেড়ে চলছে, খামারে গরু বিক্রি করে গতবছর ও লস পড়েছি। এবার পশুর চাহিদা রয়েছে আশা করি দাম পাবো।

সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আজম বলেন বলেন, এ বছর আমাদের চাহিদার তুলনায় অতিরিক্ত পশু রয়েছে, কোরবানির পশুর চাহিদার চেয়ে সরবরাহ বেশি। ফলে কোরবানির পশুর জন্য কারও মুখাপেক্ষী হতে হবে না। আমরা প্রতিনিয়ত খামারিদের সঙ্গে বৈঠক করি এবং তাদের সচেতন করি।