ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নতুন ভোটার নিবন্ধন করতে আসা মানুষদের মাঝে জামায়াতের খাবার পানি ও ওষুধ বিতরণ Logo এমপি হই বা না হই আমি মানুষের জন্য কাজ করে যাবো-বোয়াল খালিতে-মোস্তাক আহমেদ Logo বিরামপুরে শাইখ স্পোর্টস বিপিএল ক্রিকেট টুর্নামেন্টে সিজন -৮ এর শুভউদ্বোধন Logo ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় মাঠে ৯০’র দশকের প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী প্রীতি ফুটবল ম্যাচ Logo শেরপুর জমি নিয়ে ভাই বোনের মারামারিতে বড় ভাইরে ৬০ বছরের বৃদ্ধর মৃত্যু Logo চট্টগ্রাম লোহাগাড়াতে মাহক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত  Logo খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু Logo তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: লক্ষীপুরে এ্যানি চৌধুরী Logo আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: লক্ষীপুরে তথ্য উপদেষ্টা Logo শশুর বাড়ী গিয়ে পেট্রোল দিয়ে শাশুড়িকে পুড়িয়ে মারার চেষ্টা;জামাই পলাতক

কবিতা : পথেই ঠিকানা

কামরুল হাছান
  • আপডেট সময় : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে

পথেই ঠিকানা

কামরুল হাছান

পথের মানুষ তারা
পথই যে ঠিকানা,
পথ শিশুরা কেন আজ
সমাজের আবর্জনা।

দিক বেদিক ছুটে চলা
গন্তব্য নেই জানা,
পলিথিনে খাবার খায়
আদর সোহাগ পায়না।

কোথায় করে গোসল ওরা
কোথায় তাদের বালিশ,
কোথায় বলবে দুঃখ ওরা
কোথায় করবে নালিশ।

যেখানে রাত সেখানেই কাত
এটাইতো তাদের জীবন,
ভাগ্য যে আর নেইযে তার
কে বুঝবে তাদের মন।

তাদেরতো ইচ্ছে করে
মুক্ত মনে করবে একটু খেলা,
মায়ের কোলে আপন নিড়ে
ফিরবে যে হায় অস্ত গেলে বেলা।

সবারিতো স্বপ্ন তাকে
নিজের সন্তান বড় হয়ে
হবে উকিল মুক্তার
আরো বড় কিছু,
পথশিশুরা দলে দলে
হাজার স্বপ্ন পায়ে দলে
ছুটছে তারা ভাগ্যের পিছুপিছু।

হয়না তাদের আশা পুরন
হৃদয়ে হয় রক্তক্ষরন,
ঝড় তুফান আর গরমে
তাদের যুদ্ধ আজীবন।

ট্যাগস :
Translate »

কবিতা : পথেই ঠিকানা

আপডেট সময় : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

পথেই ঠিকানা

কামরুল হাছান

পথের মানুষ তারা
পথই যে ঠিকানা,
পথ শিশুরা কেন আজ
সমাজের আবর্জনা।

দিক বেদিক ছুটে চলা
গন্তব্য নেই জানা,
পলিথিনে খাবার খায়
আদর সোহাগ পায়না।

কোথায় করে গোসল ওরা
কোথায় তাদের বালিশ,
কোথায় বলবে দুঃখ ওরা
কোথায় করবে নালিশ।

যেখানে রাত সেখানেই কাত
এটাইতো তাদের জীবন,
ভাগ্য যে আর নেইযে তার
কে বুঝবে তাদের মন।

তাদেরতো ইচ্ছে করে
মুক্ত মনে করবে একটু খেলা,
মায়ের কোলে আপন নিড়ে
ফিরবে যে হায় অস্ত গেলে বেলা।

সবারিতো স্বপ্ন তাকে
নিজের সন্তান বড় হয়ে
হবে উকিল মুক্তার
আরো বড় কিছু,
পথশিশুরা দলে দলে
হাজার স্বপ্ন পায়ে দলে
ছুটছে তারা ভাগ্যের পিছুপিছু।

হয়না তাদের আশা পুরন
হৃদয়ে হয় রক্তক্ষরন,
ঝড় তুফান আর গরমে
তাদের যুদ্ধ আজীবন।