ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo হারিয়ে যাওয়া শিশু সাদিককে পাঠানো হচ্ছে রাজশাহী বেবী হোমে  Logo শ্রীমঙ্গলে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

কবিতা : পথেই ঠিকানা

কামরুল হাছান
  • আপডেট সময় : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে

পথেই ঠিকানা

কামরুল হাছান

পথের মানুষ তারা
পথই যে ঠিকানা,
পথ শিশুরা কেন আজ
সমাজের আবর্জনা।

দিক বেদিক ছুটে চলা
গন্তব্য নেই জানা,
পলিথিনে খাবার খায়
আদর সোহাগ পায়না।

কোথায় করে গোসল ওরা
কোথায় তাদের বালিশ,
কোথায় বলবে দুঃখ ওরা
কোথায় করবে নালিশ।

যেখানে রাত সেখানেই কাত
এটাইতো তাদের জীবন,
ভাগ্য যে আর নেইযে তার
কে বুঝবে তাদের মন।

তাদেরতো ইচ্ছে করে
মুক্ত মনে করবে একটু খেলা,
মায়ের কোলে আপন নিড়ে
ফিরবে যে হায় অস্ত গেলে বেলা।

সবারিতো স্বপ্ন তাকে
নিজের সন্তান বড় হয়ে
হবে উকিল মুক্তার
আরো বড় কিছু,
পথশিশুরা দলে দলে
হাজার স্বপ্ন পায়ে দলে
ছুটছে তারা ভাগ্যের পিছুপিছু।

হয়না তাদের আশা পুরন
হৃদয়ে হয় রক্তক্ষরন,
ঝড় তুফান আর গরমে
তাদের যুদ্ধ আজীবন।

ট্যাগস :
Translate »

কবিতা : পথেই ঠিকানা

আপডেট সময় : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

পথেই ঠিকানা

কামরুল হাছান

পথের মানুষ তারা
পথই যে ঠিকানা,
পথ শিশুরা কেন আজ
সমাজের আবর্জনা।

দিক বেদিক ছুটে চলা
গন্তব্য নেই জানা,
পলিথিনে খাবার খায়
আদর সোহাগ পায়না।

কোথায় করে গোসল ওরা
কোথায় তাদের বালিশ,
কোথায় বলবে দুঃখ ওরা
কোথায় করবে নালিশ।

যেখানে রাত সেখানেই কাত
এটাইতো তাদের জীবন,
ভাগ্য যে আর নেইযে তার
কে বুঝবে তাদের মন।

তাদেরতো ইচ্ছে করে
মুক্ত মনে করবে একটু খেলা,
মায়ের কোলে আপন নিড়ে
ফিরবে যে হায় অস্ত গেলে বেলা।

সবারিতো স্বপ্ন তাকে
নিজের সন্তান বড় হয়ে
হবে উকিল মুক্তার
আরো বড় কিছু,
পথশিশুরা দলে দলে
হাজার স্বপ্ন পায়ে দলে
ছুটছে তারা ভাগ্যের পিছুপিছু।

হয়না তাদের আশা পুরন
হৃদয়ে হয় রক্তক্ষরন,
ঝড় তুফান আর গরমে
তাদের যুদ্ধ আজীবন।