ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo হারিয়ে যাওয়া শিশু সাদিককে পাঠানো হচ্ছে রাজশাহী বেবী হোমে  Logo শ্রীমঙ্গলে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

পাবনায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির লাল মিয়াকে

সজিব হোসেন: (পাবনা প্রতিনিধি)
  • আপডেট সময় : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে

পাবনায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির লাল মিয়াকে

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদুল আজহা মানে কোরবানি দেওয়ার আনন্দ তারি ধারাবাহিকতায় বিভিন্ন হাটে,খামারে এবং বাসা বাড়িতে ব্যস্ততম সময় পার করছে কোরবানির পশু প্রস্তুত করার জন্য বেপারী এবং গিরিছতরা। (সজীব হোসেনের পাঠানো তথ্যচিত্র দেখছেন বিস্তারিত)
পাবনা সদর,দাপুনিয়া ইউনিয়ন,চর খোঁকড়া গ্রামে এবারের কোরবানির ঈদে কোরবানির জন্য প্রস্তুত করেছেন বিশাল আকৃতির গরু। শখের পোষা এই গরুকে সবাই (লাল মিয়া) বলেও চিনে ।চর খোঁকড়া গ্রামের মৃত মোঃ নরুল হক দেওয়ানের ছেলে মো:জাহাঙ্গীর দেওয়ান ২(দুই) বছর ধরে এই গরুকে (লাল মিয়াকে) লালন পালন করেন।
জাহাঙ্গীর দেওয়ান ২(দুই) বছর আগে গরুটি কিনেছিলো জাতে কোরবানির ঈদে ভালো দামে বিক্রি করতে পারে। বর্তমানে লাল মিয়ার (দুই দাত) এবং প্রায় ১০ ফুট লম্বা।বিশাল আকৃতির প্রায় ১০ ফুট লম্বা এই লাল মিয়ার ওজন প্রায় ১২ থেকে ১৩ মন মাংস বললে জানান গরুটির মালিক জাহাঙ্গীর দেওয়ান।শখের পোষা (লাল মিয়ার) দাম চান ৫,০০,০০০ (পাঁচ লক্ষ্য) টাকা। (যোগাযোগ জাহাঙ্গীর 0 1719-769856)
জাহাঙ্গীর দেওয়ান বলেন,আমি সুষ্ঠ ভালো মানের খাবার খাওয়াই। বিভিন্ন জায়গায় থেকে ক্রেতারা দেখতে ভির করছে আমার বাড়িতে । তবে দামও বলছেন ক্রেতারা।ঈদের আরো কিছুদিন বাকি আছে এর মধ্যে লাল মিয়া কম বেশি দামে বিক্রি হয়ে যাবে বলে আশা করছি।

ট্যাগস :
Translate »

পাবনায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির লাল মিয়াকে

আপডেট সময় : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

পাবনায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির লাল মিয়াকে

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদুল আজহা মানে কোরবানি দেওয়ার আনন্দ তারি ধারাবাহিকতায় বিভিন্ন হাটে,খামারে এবং বাসা বাড়িতে ব্যস্ততম সময় পার করছে কোরবানির পশু প্রস্তুত করার জন্য বেপারী এবং গিরিছতরা। (সজীব হোসেনের পাঠানো তথ্যচিত্র দেখছেন বিস্তারিত)
পাবনা সদর,দাপুনিয়া ইউনিয়ন,চর খোঁকড়া গ্রামে এবারের কোরবানির ঈদে কোরবানির জন্য প্রস্তুত করেছেন বিশাল আকৃতির গরু। শখের পোষা এই গরুকে সবাই (লাল মিয়া) বলেও চিনে ।চর খোঁকড়া গ্রামের মৃত মোঃ নরুল হক দেওয়ানের ছেলে মো:জাহাঙ্গীর দেওয়ান ২(দুই) বছর ধরে এই গরুকে (লাল মিয়াকে) লালন পালন করেন।
জাহাঙ্গীর দেওয়ান ২(দুই) বছর আগে গরুটি কিনেছিলো জাতে কোরবানির ঈদে ভালো দামে বিক্রি করতে পারে। বর্তমানে লাল মিয়ার (দুই দাত) এবং প্রায় ১০ ফুট লম্বা।বিশাল আকৃতির প্রায় ১০ ফুট লম্বা এই লাল মিয়ার ওজন প্রায় ১২ থেকে ১৩ মন মাংস বললে জানান গরুটির মালিক জাহাঙ্গীর দেওয়ান।শখের পোষা (লাল মিয়ার) দাম চান ৫,০০,০০০ (পাঁচ লক্ষ্য) টাকা। (যোগাযোগ জাহাঙ্গীর 0 1719-769856)
জাহাঙ্গীর দেওয়ান বলেন,আমি সুষ্ঠ ভালো মানের খাবার খাওয়াই। বিভিন্ন জায়গায় থেকে ক্রেতারা দেখতে ভির করছে আমার বাড়িতে । তবে দামও বলছেন ক্রেতারা।ঈদের আরো কিছুদিন বাকি আছে এর মধ্যে লাল মিয়া কম বেশি দামে বিক্রি হয়ে যাবে বলে আশা করছি।