সখীপুরে থেমে না থাকা প্রতিবন্ধীর জীবনের গল্প
- আপডেট সময় : ০৯:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলা যাদবপুর ইউনিয়নের বোয়ালী কলিয়া পাড়া গ্রামের জন্মগতভাবে ত্রুটিপূর্ণ দুটি পা না থাকলে জীবন যুদ্ধে থেমে যাননি প্রতিবন্ধী ইমন সরকার।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালী বাজারে এক ছোট্ট টং দোকানে মোবাইলের পাটর্স বিক্রি ও সার্ভিসিংয়ের কাজ করে সংসার চালাচ্ছে প্রতিবন্ধী ইমন সরকার।দুটি পা না থাকা ইমন আলী সরকার (২৪)ঐ গ্রামের মুনসের আলী সরকারের দ্বিতীয় সন্তান।তার বড় বোনের বিয়ে হয়েছে।ইমনের মা মমতা বেগম জানান,অভাবের সংসারে আমার ছেলেটা তেমন লেখাপড়া করতে পারেনি।ইমনের বাবা তেমন গায়ে খাটাখাটি করলে জুলুম হয়ে যায় ,বয়স হওয়ায় তেমন ভারী কাজ করতে পারে না।ছেলেটা সংসারের হাল ধরতে কখন যে অন্যের দোকানে মোবাইল মেরামতের কাজ শিখেছে তা জানিও না।কয়েক বছর যাবৎ তার আয় রোজগার দিয়ে সংসারের ব্যয়ভার মেটানো হচ্ছে।ইমনের ব্যাপারে জানতে চাইলে ঐ এলাকার ইউনিয়ন যুবলীগের আহবায়ক খাইরুল হাসান প্রতিবেদককে জানায়,ইমন একজন সৎ ও দক্ষ মেকানিক।সে এলাকার প্রায় সকলের প্রিয় ও আস্থাভাজন ঘনিষ্ঠ লোক।প্রতিবন্ধী হয়েও অন্যের কাছে হাত না পেতে পরিশ্রম করে সংসার চালাচ্ছে।প্রতিবন্ধী ইমনের সাথে কথা হলে জানায়,এলাকার সকলেই আমাকে বিভিন্ন সময় কাজে সহযোগিতা করে।ঝড়বৃষ্টির দিনে বাড়ি পৌঁছে দিতে অনেকে এগিয়ে আসে।বাজারের স্থানীয় দোকানদারেরা রাস্তা পার হতে নিয়মিত সহযোগিতা করে থাকে।বোয়ালী বাজার ইমনের দোকান হতে বাড়ির দুরত্ব প্রায় দুই কিলোমিটার।তার আয় দিয়ে সংসারের ব্যয় মিটিয়ে হইল চেয়ার কেনা সম্ভব নয়।সহায় সম্বলহীন ইমনের জন্য কেউ যদি একটি ব্যাটারিচালিত হইল চেয়ারের ব্যবস্থা করেন,তবে খুব অনায়াসে বাড়ি থেকে দোকান পর্যন্ত আসা-যাওয়া করতে পারবো।
এবিষয়ে সখীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি সুমন সরকার দৈনিক বর্তমান সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধিকে জানান,ইমন একজন মেধাবী কর্মক্ষম ছেলে।তিনি আরও জানান, সখীপুরে ইমনসহ সকল প্রতিবন্ধীকে স্বাবলম্বী করতে সার্বিক সহযোগিতা করে থাকি।