ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গোয়াইনঘাট প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন Logo রাজারহাট রেলস্টেশনে ২য় দফায় কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে সাড়ে ৩ঘন্টা রেলপথ অবরোধ Logo সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম গঠন Logo ভালুকায় বিএনপির দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo সন্দ্বীপে মানসম্মত শিক্ষার সংকট কারণ ও প্রতিকার শীর্ষক সেমিনার Logo চট্টগ্রাম বোয়াল খালিতে ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে নূরানী মিলাদ মাহফিল সম্পন্ন  Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ত্রিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo ত্রিশালে ১০মন নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ Logo ভারতের ২০২৬ নির্বাচনকে পাখির চোক করে কিছু সিদ্ধান্তের চিঠি দিলেন অভিষেক, দলনেতৃকে Logo গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চুরি যাওয়া হানিফ পরিবহনের বাসটি দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সখীপুরে থেমে না থাকা প্রতিবন্ধীর জীবনের গল্প

মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর উপজেলা যাদবপুর ইউনিয়নের বোয়ালী কলিয়া পাড়া গ্রামের জন্মগতভাবে ত্রুটিপূর্ণ দুটি পা না থাকলে জীবন যুদ্ধে থেমে যাননি প্রতিবন্ধী ইমন সরকার।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালী বাজারে এক ছোট্ট টং দোকানে মোবাইলের পাটর্স বিক্রি ও সার্ভিসিংয়ের কাজ করে সংসার চালাচ্ছে প্রতিবন্ধী ইমন সরকার।দুটি পা না থাকা ইমন আলী সরকার (২৪)ঐ গ্রামের মুনসের আলী সরকারের দ্বিতীয় সন্তান।তার বড় বোনের বিয়ে হয়েছে।ইমনের মা মমতা বেগম জানান,অভাবের সংসারে আমার ছেলেটা তেমন লেখাপড়া করতে পারেনি।ইমনের বাবা তেমন গায়ে খাটাখাটি করলে জুলুম হয়ে যায় ,বয়স হওয়ায় তেমন ভারী কাজ করতে পারে না।ছেলেটা সংসারের হাল ধরতে কখন যে অন্যের দোকানে মোবাইল মেরামতের কাজ শিখেছে তা জানিও না।কয়েক বছর যাবৎ তার আয় রোজগার দিয়ে সংসারের ব্যয়ভার মেটানো হচ্ছে।ইমনের ব্যাপারে জানতে চাইলে ঐ এলাকার ইউনিয়ন যুবলীগের আহবায়ক খাইরুল হাসান প্রতিবেদককে জানায়,ইমন একজন সৎ ও দক্ষ মেকানিক।সে এলাকার প্রায় সকলের প্রিয় ও আস্থাভাজন ঘনিষ্ঠ লোক।প্রতিবন্ধী হয়েও অন্যের কাছে হাত না পেতে পরিশ্রম করে সংসার চালাচ্ছে।প্রতিবন্ধী ইমনের সাথে কথা হলে জানায়,এলাকার সকলেই আমাকে বিভিন্ন সময় কাজে সহযোগিতা করে।ঝড়বৃষ্টির দিনে বাড়ি পৌঁছে দিতে অনেকে এগিয়ে আসে।বাজারের স্থানীয় দোকানদারেরা রাস্তা পার হতে নিয়মিত সহযোগিতা করে থাকে।বোয়ালী বাজার ইমনের দোকান হতে বাড়ির দুরত্ব প্রায় দুই কিলোমিটার।তার আয় দিয়ে সংসারের ব্যয় মিটিয়ে হইল চেয়ার কেনা সম্ভব নয়।সহায় সম্বলহীন ইমনের জন্য কেউ যদি একটি ব্যাটারিচালিত হইল চেয়ারের ব্যবস্থা করেন,তবে খুব অনায়াসে বাড়ি থেকে দোকান পর্যন্ত আসা-যাওয়া করতে পারবো।
এবিষয়ে সখীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি সুমন সরকার দৈনিক বর্তমান সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধিকে জানান,ইমন একজন মেধাবী কর্মক্ষম ছেলে।তিনি আরও জানান, সখীপুরে ইমনসহ সকল প্রতিবন্ধীকে স্বাবলম্বী করতে সার্বিক সহযোগিতা করে থাকি।

ট্যাগস :
Translate »

সখীপুরে থেমে না থাকা প্রতিবন্ধীর জীবনের গল্প

আপডেট সময় : ০৯:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর উপজেলা যাদবপুর ইউনিয়নের বোয়ালী কলিয়া পাড়া গ্রামের জন্মগতভাবে ত্রুটিপূর্ণ দুটি পা না থাকলে জীবন যুদ্ধে থেমে যাননি প্রতিবন্ধী ইমন সরকার।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালী বাজারে এক ছোট্ট টং দোকানে মোবাইলের পাটর্স বিক্রি ও সার্ভিসিংয়ের কাজ করে সংসার চালাচ্ছে প্রতিবন্ধী ইমন সরকার।দুটি পা না থাকা ইমন আলী সরকার (২৪)ঐ গ্রামের মুনসের আলী সরকারের দ্বিতীয় সন্তান।তার বড় বোনের বিয়ে হয়েছে।ইমনের মা মমতা বেগম জানান,অভাবের সংসারে আমার ছেলেটা তেমন লেখাপড়া করতে পারেনি।ইমনের বাবা তেমন গায়ে খাটাখাটি করলে জুলুম হয়ে যায় ,বয়স হওয়ায় তেমন ভারী কাজ করতে পারে না।ছেলেটা সংসারের হাল ধরতে কখন যে অন্যের দোকানে মোবাইল মেরামতের কাজ শিখেছে তা জানিও না।কয়েক বছর যাবৎ তার আয় রোজগার দিয়ে সংসারের ব্যয়ভার মেটানো হচ্ছে।ইমনের ব্যাপারে জানতে চাইলে ঐ এলাকার ইউনিয়ন যুবলীগের আহবায়ক খাইরুল হাসান প্রতিবেদককে জানায়,ইমন একজন সৎ ও দক্ষ মেকানিক।সে এলাকার প্রায় সকলের প্রিয় ও আস্থাভাজন ঘনিষ্ঠ লোক।প্রতিবন্ধী হয়েও অন্যের কাছে হাত না পেতে পরিশ্রম করে সংসার চালাচ্ছে।প্রতিবন্ধী ইমনের সাথে কথা হলে জানায়,এলাকার সকলেই আমাকে বিভিন্ন সময় কাজে সহযোগিতা করে।ঝড়বৃষ্টির দিনে বাড়ি পৌঁছে দিতে অনেকে এগিয়ে আসে।বাজারের স্থানীয় দোকানদারেরা রাস্তা পার হতে নিয়মিত সহযোগিতা করে থাকে।বোয়ালী বাজার ইমনের দোকান হতে বাড়ির দুরত্ব প্রায় দুই কিলোমিটার।তার আয় দিয়ে সংসারের ব্যয় মিটিয়ে হইল চেয়ার কেনা সম্ভব নয়।সহায় সম্বলহীন ইমনের জন্য কেউ যদি একটি ব্যাটারিচালিত হইল চেয়ারের ব্যবস্থা করেন,তবে খুব অনায়াসে বাড়ি থেকে দোকান পর্যন্ত আসা-যাওয়া করতে পারবো।
এবিষয়ে সখীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি সুমন সরকার দৈনিক বর্তমান সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধিকে জানান,ইমন একজন মেধাবী কর্মক্ষম ছেলে।তিনি আরও জানান, সখীপুরে ইমনসহ সকল প্রতিবন্ধীকে স্বাবলম্বী করতে সার্বিক সহযোগিতা করে থাকি।