ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভালুকায় অসহায় পঙ্গু যুবককে হুইল চেয়ার ও নগত অর্থ ও বাজার সামগ্রী উপহার দিলেন বিএনপি নেতা মোস্তাফিজ মামুন Logo ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  Logo লক্ষীপুর জেলায় অতিবৃষ্টি ও বন্যায় কৃষি খাতে প্রায় ২২৮ কোটি টাকার ক্ষতি Logo গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট…

ঘূর্ণিঝড় রিমাল : সন্দ্বীপে  বসতঘর বিধ্বস্ত, আহত ৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ প্রতিনিধি:

সন্দ্বীপ উপজেলায়  ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে টিনশিট ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষতিসহ বসতঘরে গাছ পড়ে ৪ জন  হয়েছে।

সোমবার সকাল সাড়ে সাড়ে দশ টার  দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের  ৩ নম্বর ওয়ার্ডে ঘূর্ণিঝড়ে রহমতপুর ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড, সুখদেব মহাজনের বাড়ির সমর মজুমদারের ঘরে গাছ ও বৈদ্যুতিক খাম্বা চাপা পড়ে, ঘর ভেঙ্গে  ৪ জন  লোক মারাত্মক ভাবে আহত হয়।

আহতরা হলেন হরিলাল মজুমদার (৭৫),  তার স্ত্রী গীতা রাণী মজুমদার (৬৭) তাদের ছেলে,  সমর মজুমদার( ৫২), সমর মজুমদারের স্ত্রী পুষ্পে রাণী( ৪৭) ও তার ছেলে অরুপ মজুমদার (১৭) আহত হয় আহতদের প্রথমিক  চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

সরোজমিনে গিয়ে  জানা যায়, সকালে বাতাসের গতিবেগ প্রচণ্ড ছিল ও বৃ‌ষ্টি হচ্ছিল তখন হরিলাল মজুমদার  ও তার স্ত্রী ঘরে ছিলেন।

ঘটনার সময় হরিলালের  স্ত্রী তার ছেলের স্ত্রী  রান্নাঘরে কাজে ব‌্যস্ত ছিলেন। আর হরিলাল ও তার ছেলে সমর মজুমদার  ছিলেন ঘরের বারান্দায়। ঔই  সময় ঘরের পাশে থাকা দু‌’টি বড় বড়  গাছ  বিদ্যুৎ খুটি ও তারের ওপরে পড়ে ।

এবং গাছ ও খুটি  সরাসরি ঘরের টিন সিডে আঘাত করে। টিন সিডের নিচে থাকা হরিলাল ও সমরের  মাথায় আঘাত করে।

সরোজমিনে গিয়ে দেখা যায় সন্দ্বীপের বিভিন্ন স্হানে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মগধরা ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার কিছু ঘরবাড়ি টিনশিট উড়ে গেছে, গাছুয়া ঘাটমাঝির হাটের পশ্চিমে গাছ পড়ে বিদ্যুৎ এর তার ছিড়ে গেছে,  আজিমপুর ও কালাপানিয়া  ইউনিয়নের অনেক জায়গায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ ছুটে অনেক গ্রাম প্লাবিত হয়েছে।

পশ্চিম সারিকাইতের বেড়িবাঁধ বাহিরের পানি প্রবেশ করে  অনেক গ্রাম প্লাবিত হয়েছে এ ছাড়া ও ঝড়ের তাণ্ডবে খুটি ভেঙে তার ছিড়ে বিদ্যুৎহীন রয়েছে পুরো উপজেলা। রোববার রাত থেকে উপজেলায় বিদ্যুৎ না থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য: সন্দ্বীপ  ১৬২টি  সাইক্লোন শেল্টার  রয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়কালীন মানুষের সেবা নিশ্চিত করতে ২১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সিসিপির ১৪৬ ইউনিটের ২৯২০ জন সদস্য সেচ্ছাসেবকের কাজ করছে।

Translate »

ঘূর্ণিঝড় রিমাল : সন্দ্বীপে  বসতঘর বিধ্বস্ত, আহত ৪

আপডেট সময় : ০৯:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ প্রতিনিধি:

সন্দ্বীপ উপজেলায়  ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে টিনশিট ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষতিসহ বসতঘরে গাছ পড়ে ৪ জন  হয়েছে।

সোমবার সকাল সাড়ে সাড়ে দশ টার  দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের  ৩ নম্বর ওয়ার্ডে ঘূর্ণিঝড়ে রহমতপুর ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড, সুখদেব মহাজনের বাড়ির সমর মজুমদারের ঘরে গাছ ও বৈদ্যুতিক খাম্বা চাপা পড়ে, ঘর ভেঙ্গে  ৪ জন  লোক মারাত্মক ভাবে আহত হয়।

আহতরা হলেন হরিলাল মজুমদার (৭৫),  তার স্ত্রী গীতা রাণী মজুমদার (৬৭) তাদের ছেলে,  সমর মজুমদার( ৫২), সমর মজুমদারের স্ত্রী পুষ্পে রাণী( ৪৭) ও তার ছেলে অরুপ মজুমদার (১৭) আহত হয় আহতদের প্রথমিক  চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

সরোজমিনে গিয়ে  জানা যায়, সকালে বাতাসের গতিবেগ প্রচণ্ড ছিল ও বৃ‌ষ্টি হচ্ছিল তখন হরিলাল মজুমদার  ও তার স্ত্রী ঘরে ছিলেন।

ঘটনার সময় হরিলালের  স্ত্রী তার ছেলের স্ত্রী  রান্নাঘরে কাজে ব‌্যস্ত ছিলেন। আর হরিলাল ও তার ছেলে সমর মজুমদার  ছিলেন ঘরের বারান্দায়। ঔই  সময় ঘরের পাশে থাকা দু‌’টি বড় বড়  গাছ  বিদ্যুৎ খুটি ও তারের ওপরে পড়ে ।

এবং গাছ ও খুটি  সরাসরি ঘরের টিন সিডে আঘাত করে। টিন সিডের নিচে থাকা হরিলাল ও সমরের  মাথায় আঘাত করে।

সরোজমিনে গিয়ে দেখা যায় সন্দ্বীপের বিভিন্ন স্হানে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মগধরা ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার কিছু ঘরবাড়ি টিনশিট উড়ে গেছে, গাছুয়া ঘাটমাঝির হাটের পশ্চিমে গাছ পড়ে বিদ্যুৎ এর তার ছিড়ে গেছে,  আজিমপুর ও কালাপানিয়া  ইউনিয়নের অনেক জায়গায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ ছুটে অনেক গ্রাম প্লাবিত হয়েছে।

পশ্চিম সারিকাইতের বেড়িবাঁধ বাহিরের পানি প্রবেশ করে  অনেক গ্রাম প্লাবিত হয়েছে এ ছাড়া ও ঝড়ের তাণ্ডবে খুটি ভেঙে তার ছিড়ে বিদ্যুৎহীন রয়েছে পুরো উপজেলা। রোববার রাত থেকে উপজেলায় বিদ্যুৎ না থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য: সন্দ্বীপ  ১৬২টি  সাইক্লোন শেল্টার  রয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়কালীন মানুষের সেবা নিশ্চিত করতে ২১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সিসিপির ১৪৬ ইউনিটের ২৯২০ জন সদস্য সেচ্ছাসেবকের কাজ করছে।