ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo হারিয়ে যাওয়া শিশু সাদিককে পাঠানো হচ্ছে রাজশাহী বেবী হোমে  Logo শ্রীমঙ্গলে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

ঐতিহ্যের খাল এখন ময়লার ভাগাড়

জাহিদুল ইসলাম শিহাব
  • আপডেট সময় : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম শিহাব চট্টগ্রাম (সন্দ্বীপ)

সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পন্ডিতের হাট সংলগ্ন রাস্তার উত্তর পাশে  খালটি  ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে । সব ধরনের বর্জ্য ফেলা হচ্ছে এখানে। এতে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।  সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা গেছে,  খালের মুখে পন্ডিতের হাট বাজারের বর্জ্য, পলিথিন-প্লাস্টিকসহ সব ধরনের ময়লা ফেলা হচ্ছে। ফলে দূষণে  ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। পন্ডিতের হাট  বাজারের ময়লা আবর্জনাও সরাসরি এ খালটি ফেলা হয়।  শুধু একটি দুটি খাল নয় সরোজমিনে উপজেলার বিভিন্ন হাট বাজারের ঘুরে দেখা গেছে প্রত্যেক বাজারে আশপাশের খালে বিভিন্ন ময়লা বর্জ্য গরু মুরগীর নারী ভুড়ি পালানো হচ্ছে।
এগুলো সরজমিনে গিয়ে মনে হচ্ছে দেখার কেউ নয়, এই বর্জ্য শুধু পানি নিষ্কাশনের ক্ষতি তা নয় এসব বর্জ্য থেকে মানুষের বিভিন্ন ধরনের রোগবালাই হয়। এগুলো থেকে উৎপত্তি হয় ডেঙ্গু মশা, চিকনগুনিয়া।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি ময়লা-আবর্জনা ফেলার ভাগাড়ে পরিণত করেছেন। এতে এক সময়ের  এই খাল গুলো এখন শীর্ণ নালায় পরিণত হয়েছে। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টিতে এলাকায় দীর্ঘমেয়াদি জলাবদ্ধতাসহ বন্যার আশঙ্কা রয়েছে ।

এই বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ  পানি উন্নয়ন বোর্ডের এস ও আরিফুল ইসলাম বলেন  আমাদের বর্তমানে ৫ টি খালের সংস্কার কাজ রয়েছে। আর এর বাহিরের এই খালের বর্জ্য পরিস্কার আমাদের কাজ নয় । এটা সংস্কারের উদ্যেগ গ্রহন করবে ইউনিয়ন পরিষদ । সন্দ্বীপ উপজেলা  নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা  বলেন খালে  ময়লা-আবর্জনা ফেলে নদ-নদীর ক্ষতি করা দুঃখজনক বিষয় । উপজেলা পরিষদের আগামী সভায় এই বিষয়ে বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ কে অবহিত করার বিষয়টি জানানো হবে। এর প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।

ট্যাগস :
Translate »

ঐতিহ্যের খাল এখন ময়লার ভাগাড়

আপডেট সময় : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব চট্টগ্রাম (সন্দ্বীপ)

সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পন্ডিতের হাট সংলগ্ন রাস্তার উত্তর পাশে  খালটি  ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে । সব ধরনের বর্জ্য ফেলা হচ্ছে এখানে। এতে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।  সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা গেছে,  খালের মুখে পন্ডিতের হাট বাজারের বর্জ্য, পলিথিন-প্লাস্টিকসহ সব ধরনের ময়লা ফেলা হচ্ছে। ফলে দূষণে  ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। পন্ডিতের হাট  বাজারের ময়লা আবর্জনাও সরাসরি এ খালটি ফেলা হয়।  শুধু একটি দুটি খাল নয় সরোজমিনে উপজেলার বিভিন্ন হাট বাজারের ঘুরে দেখা গেছে প্রত্যেক বাজারে আশপাশের খালে বিভিন্ন ময়লা বর্জ্য গরু মুরগীর নারী ভুড়ি পালানো হচ্ছে।
এগুলো সরজমিনে গিয়ে মনে হচ্ছে দেখার কেউ নয়, এই বর্জ্য শুধু পানি নিষ্কাশনের ক্ষতি তা নয় এসব বর্জ্য থেকে মানুষের বিভিন্ন ধরনের রোগবালাই হয়। এগুলো থেকে উৎপত্তি হয় ডেঙ্গু মশা, চিকনগুনিয়া।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি ময়লা-আবর্জনা ফেলার ভাগাড়ে পরিণত করেছেন। এতে এক সময়ের  এই খাল গুলো এখন শীর্ণ নালায় পরিণত হয়েছে। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টিতে এলাকায় দীর্ঘমেয়াদি জলাবদ্ধতাসহ বন্যার আশঙ্কা রয়েছে ।

এই বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ  পানি উন্নয়ন বোর্ডের এস ও আরিফুল ইসলাম বলেন  আমাদের বর্তমানে ৫ টি খালের সংস্কার কাজ রয়েছে। আর এর বাহিরের এই খালের বর্জ্য পরিস্কার আমাদের কাজ নয় । এটা সংস্কারের উদ্যেগ গ্রহন করবে ইউনিয়ন পরিষদ । সন্দ্বীপ উপজেলা  নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা  বলেন খালে  ময়লা-আবর্জনা ফেলে নদ-নদীর ক্ষতি করা দুঃখজনক বিষয় । উপজেলা পরিষদের আগামী সভায় এই বিষয়ে বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ কে অবহিত করার বিষয়টি জানানো হবে। এর প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।