সখিপুর স্পোর্টস ফাউন্ডেশন আয়োজিত ফাইনাল ভলিবল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে
মোর্শেদ খান জেলা প্রতিনিধি টাঙ্গাইল
১৫ই জানুয়ারী, বৃহস্পতিবার বিকেল ৩টায় সখিপুর উপজেলা মাঠে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। সখিপুর স্পোর্টস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভলিবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল ০৮ বাসাইল -সখিপুরের মাননীয় এমপি অনুপম শাহজাহান জয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন সখিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখিপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সখিপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ সাঈদ আজাদ,সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া বাদল, সখিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুতফা আনোয়ার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সখিপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকসহ অন্যান্য প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ। খেলায় প্রচুর দর্শকের উপস্থিতিতে মাঠের পরিবেশ ছিলো আনন্দ মুখর।
প্রধান অতিথির বক্তব্যে অনুপম শাজাহান জয় এমপি বলেন, সখিপুরকে মাদক মুক্ত সখিপুর গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। পড়াশোনা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভাবানদের খোঁজে বের করে তাদেরকে পুরস্কৃত করা হবে। এজন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি ও সখিপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক টাইগার নজরুল ইসলাম। উক্ত ভলিবল খেলায় অংশ গ্রহন করেন পুর্ব চতলবাইদ সমাজ কল্যাণ ছাত্র সংঘ ভলিবল একাদশ বনাম কালমেঘা ভলিবল একাদশ। খেলায় বিজয়ী দল বহুরিয়া ইউনিয়নের পুর্ব চতল বাইদ সমাজ কল্যাণ ছাত্র সংঘ ভলিবল একাদশ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।