নান্দাইলে নিভিয়াঘাটা ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
জেনিফ নান্দাইল প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নিভিয়াঘাটা ফাজিল (ডিগ্রী)মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী ) সকাল ১১ টার সময় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার বর্তমান সহসভাপতি হেলাল উদ্দিন হেবাল।
অনুষ্ঠানে নিভিয়াঘাটা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আজিজুল ইসলাম সভাপতিত্ব করেন।পরিচালনা করেন মোঃ ইসলাম উদ্দিন ভূঁইয়া ইবতেদায়ী শিক্ষক।
পরে ছাত্র -ছাত্রীদের বিদায় উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ছাত্র-ছাত্রীদের নানারকম দিকনির্দেশনা মুলক বক্তব্য উপস্থাপন করেন এবং ছাত্র -ছাত্রীদের সাফল্য কামনা করেন।
এসময় প্রধান অতিথি অত্র মাদ্ররাসার সহ সভাপতি হেলাল উদ্দিন হেবাল বলেন শিক্ষক ও মা বাবার কাছ থেকে তোমরা দোয়া নিবে।তোমরা ভালো রেজাল্ট করে নিভিয়াঘাটা ফাজিল মাদরাসার সুনাম বয়ে আনবে। আমি দাখিল পরীক্ষার্থীদের সকলের জন্য সুস্বাস্থ্যে দীর্ঘায়ু কামনা করি।
অনুষ্ঠানের সভাপতি অত্র মাদরাসার অধ্যক্ষ মোঃ আজিজুল ইসলাম বলেন প্রত্যেক ছাত্র—ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে, সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদ্রাসার অভিভাবক সদস্য মাহমুদুল হাসান ইদ্রিস আরো উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মফিজুর রহমান সহকারী অধ্যাপক, নুরুল আমিন, মোকসেদা আক্তার সহকারী অধ্যাপক,মাহমুদুল হক,শাহিনুর আলম, গোলাম মোস্তফা সহাকারী শিক্ষক,আরো উপস্থিত ছিলেন সকল শিক্ষক কর্মচারী বৃন্দ ও ছাত্র—ছাত্রী অভিভাবকবৃন্দ।
দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবুল কালাম মোঃ রুহুল আমীন। জানা যায় নিভিয়াঘাটা ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা থেকে৬৩ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন।