নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্রকে উদ্ধার করল ত্রিশাল থানা পুলিশ
- আপডেট সময় : ০১:৩৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
জাকিয়া বেগম,ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বড়মা জরিপ মোল্লা বাড়ি হাফেজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র মোঃ আবু নাঈম (১২) দশদিন আগে মাদ্রাসা থেকে পালিয়ে যায়।
নিখোঁজ হওয়ার পর তার বাবা আত্বীয় স্বজন ও বিভিন্নস্থানে শিক্ষার্থী নাঈম এর কোন সন্ধান না পেয়ে ঘটনার ৯দিন পর ত্রিশাল থানায় সাধারন ডাইরী (জিডি) করেন।
জিডির প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার ত্রিশাল সার্কেল অরিত সরকার ও অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এর নির্দেশে এসআই মঞ্জুরুল হক তৎক্ষনাৎ বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে জিডি করার ১২ ঘন্টার মধ্যে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র আবু নাঈম কে কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে উদ্ধার করে সোমবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার বাবার কাছে হস্তান্তর করে।
উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্র মোঃ আবু নাঈম ময়মনসিংহের ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া এলকার আবু বক্কর ছিদ্দিক এর ছেলে। নাঈম এর পরিবার জীবন-জীবিকার তাগীদে ত্রিশাল উপজেলায় দীর্ঘদিনযাবত বসবাস করে আসছেন।