সংবাদ শিরোনাম ::
মামুন খান সিঙ্গাপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০১:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
মামুন খান সিঙ্গাপুর প্রতিনিধি
বিশ্বের ৬০ শহরের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার নগর রাষ্ট্র সিঙ্গাপুর।
শীর্ষ তিনে জায়গা হয়নি যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের কোনো শহরের। অন্য শহরগুলো হলো- জাপানের_টোকিও এবং কানাডার_টরন্টো।
গুরুত্বপূর্ণ সাতটি দিককে প্রাধান্য দিয়ে বিশ্বের ৬০
শহরকে নিয়ে র্যাংকিং প্রকাশ করেছে বিশ্বের
প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। সাতটি বিষয় হলো-
অপরাধ, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো,
প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা।
প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর শূন্য স্কোর নিয়ে প্রথম, জাপানের টোকিও ১০.৭২ স্কোর নিয়ে দ্বিতীয় এবং কানাডার টরন্টো ১৩.৬ স্কোর নিয়ে পর্যটকে নিরাপদ শহরের ওপরের দিকে রয়েছে।
Translate »