৯৮ ব্যাচ এর চোখে পদ্মা সেতু।
- আপডেট সময় : ০৭:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
তমিজ উদ্দিন চৌধুরী,
স্টাফ রিপোর্টার,ফেনী।
“বন্ধুত্বের বন্ধন হোক চির অম্লান” এই শ্লোগানে উজ্জীবিত এস.এস.সি ৯৮ ব্যাচ। নতুন স্বাধীনতা উদযাপন করবো পদ্মার বুকে হেসে হেসে, কত শত যে স্বপ্ন বুনেছি পদ্মায় উড়বো পাখির মতো করে।
স্বপ্ন যেন সত্যিই হলো,ধরা দিলো আজ হাতে। বাস্তবেই আজ উড়াল দিচ্ছি পদ্মার বুকে। স্হানঃ ফেনী সদর উপজেলার ফাজিলপুর- জিরোপয়েন্ট থেকে পদ্মা সেতু, জাজিরা,শরিয়তপুর।
“হৈ-হুল্লোরে, সব মনজুড়ে, জাগে খুশির প্লাবণ। আজ ছুটিতে, বাধি জুটিতে, হবে বনভোজন”। আজ সেই মহেন্দ্রক্ষন ১৩/৯/২০২৪ রোজ শুক্রবার। সকাল ৭ টায় ফাজিলপুর জিরোপয়েন্ট থেকে যাত্রা শুরু করে দুপুর ১ টায় মাওয়া ঘাটে পৌঁছে। পদ্মার ইলিশ ভাজা, ইলিশের ডিম, লেজ ভর্তা,ডাল দিয়ে দুপুরের খাবার শেষ করে যাত্রা শুরু হয় মুল সেতুতে। বিকালে জাজিরা প্রান্ত শেষ করে ভাঙ্গা গোল চক্করে ভ্রমন শেষ হয়। দই, মিষ্টি খেয়ে এবার নীড়ে ফেরার পালা। আলহামদুলিল্লাহ, নিরাপদে শেষ হলো পদ্মা ভ্রমন।