হাতের ইশারায় মৃত্যুর হাতছানি গাজীপুর চৌরাস্তা।
- আপডেট সময় : ১১:৩৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
আহমাদুল রহমান ,গাজীপুর প্রতিনিধি।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ট্রাফিক পয়েন্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তা।
ঢাকা -ময়মনসিংহ ,জয়দেবপুর- টাঙ্গাইল মহাসড়কের চাররাস্তা মোড় কে বলা হয় চৌরাস্তা।
ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলার কথা থাকলেও বাস্তবতা বলে ভিন্ন চিত্র মহাসড়ক পরিনত হয়েছে মিনা বাজারে , অবৈধ যানবাহন পার্কিং ও মানুষের চলাচল ফুটপাত।
দিন-রাত প্রায় ২৪ ঘন্টাই ব্যস্ততম এ ট্রাফিক পয়েন্ট এবং আশেপাশের ভোগড়া বাইপাস মোড়, নাওজোড়, তেলিপাড়া, নগপাড়া ও সালনা ফ্লাইওভার পর্যন্ত যানজটের কবলে পড়ায় সেখানে যানবাহন চলাচলে মারাত্মক স্থবিরতা বিরাজ করতে দেখা যায়। এছাড়াও জেলা শহরের শিববাড়ি-রেলক্রসিং, বোর্ডবাজার, চেরাগআলী, মিলগেট, স্টেশন রোড এলাকায়ও যানজট ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহাসড়ক ও সড়কে যানবাহন চলাচলে প্রতিনিয়ত অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। ফলে কোন কোন সময় এক ঘন্টার রাস্তা অতিক্রম করতে ২/৩ ঘন্টা লেগে যাচ্ছে।
এ যেনো চোরের মার বড়গলা মূলতঃ মহাসড়ক ও সড়কগুলোর দুরবস্থা, ক্রমাগত যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়া, ফিটনেসবিহীন অবৈধ যানবাহন চলাচল, অবৈধ পার্কিং এবং ফুটপাতগুলো অবৈধ দখলদারদের কবলে চলে যাওয়াসহ নানাবিধ কারণেই যানজট প্রকট আকার ধারণ করেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
কেও যেনো দেখার নেই। মানুষ চলছে খরগোশের গতিতে ,যানবাহন চলছে কচ্ছপের গতিতে বিশেষ করে আশে পাশের গার্মেন্টস ফ্যাক্টরিসহ বিভিন্ন কারখানার শ্রমিক কর্মচারীদের সকালে কর্মস্থলে যাওয়া, দুপুরে খাবারের বিরতি ও বিকেলে ছুটির সময় এদের ভিড়ে মহাসড়কগুলো লোকে লোকারণ্য হয়ে পড়ে। তখন যানবাহন চলাচলের গতি স্থবির হয়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। অনেক সময় উল্টো পথে যানবাহন এলোপাতারিভাবে চলাচল করায় সৃষ্টি হয় যানজটের। এসময় অপর্যাপ্ত ট্রাফিক পুলিশের পক্ষে যানবাহন নিয়ন্ত্রণ দূরূহ হয়ে পড়ে। তাই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োজিত করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।