স্বর্ণ-পদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৪, ফাজিলপুর সমিতি-ঢাকা।
- আপডেট সময় : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
তমিজ উদ্দিন চৌধুরী,
স্টাফ রিপোর্টার-ফেনী।
“জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিনগুলি শুধু সম্ভাবনার” এই শ্লোগান ধারন করে অনুষ্ঠিত হল ২০২৪ সালের এস.এস.সি, এস.এস.সি ভোকেশনাল ও দাখিল সমমান-পরীক্ষায় জি.পি.এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের
“স্বর্ণ-পদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৪”
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ এ.বি.এম হারুন, ব্যবস্থাপনা পরিচালক, শমরিতা হাসপাতাল (প্রাঃ) লিঃ, ঢাকা। সভাপতিত্ব করেন জনাব ড. বেলাল উদ্দিন আহমেদ, সভাপতি, ফাজিলপুর সমিতি, ঢাকা।
স্থান: ফাজিলপুর ডব্লিউ.বি. কাদরী উচ্চ বিদ্যালয় মিলনায়তন। তারিখঃ ৭ই নভেম্বর ২০২৪ খ্রি. রোজঃ বৃহস্পতিবার। আয়োজনে: ফাজিলপুর সমিতি, ঢাকা।
ফাজিলপুর সমিতি-ঢাকা এর নির্বাহী কমিটির সদস্য জনাব মহিউদ্দিন সোহরাব এর ঐকান্তিক প্রচেষ্টায় সফল ভাবে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৯ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পুরষ্কৃত করা হয়। ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিপা মজুমদার গোল্ডেন জিপিএ প্রাপ্ত হওয়ায় তাকে স্বর্ণ পদক, ক্রোষ্ট ও সনদ প্রদান করা হয়। ভোকেশনাল শাখার রেদওয়ান আহাম্মদ, অন্নেসা মজুমদার, জেনারেল শাখার তামান্না জেনিফার, নাজিয়া নুসরাত ও তারিকুল ইসলাম কে ক্রেষ্ট, সনদ ও নগদ ৫০০০ টাকা করে প্রদান করা হয়।
ফাজিলপুর মুজিবিয়া ইসলাামিয়া আলীম মাদ্রাসার সাদিয়া বিনতে ইকবাল ও আবদুল্লাহ আল নোমান, আর-বি হাট উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান জিপিএ ৫ অর্জন করায় ক্রেষ্ট, সনদ ও নগদ ৫০০০ টাকা করে প্রদান করা হয়। প্রধান অতিথি জনাব ডাঃ এ.বি.এম হারুন গোল্ডেন জিপিএ প্রাপ্ত নিপা মজুমদারের উচ্চ শিক্ষার সকল দায়িত্ব নেয়ার ঘোষনা দেন। ফাজিলপুর সমিতি – ঢাকা সময় এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে মধ্যান্ন ভোজের আয়োজন করা হয়।