সুন্দরগঞ্জে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল সীমার
- আপডেট সময় : ০৩:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধ যান ট্রাক্টরের (কাঁকড়া) চাকায় পিষ্ট হয়ে মাহাফুজা আক্তার সিমা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। দুপুরে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পিছনের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজা আক্তার সিমা সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত হোসেনের মেয়ে। সিমা সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে অবৈধ যান ট্রাক্টর মাটি বহন করছিল। এসময় কয়েকজন শিশু রাস্তার পাশে খেলাধুলা করার সময় ট্রাক্টরটি পিছন থেকে শিশু মাহফুজা আক্তার সিমাকে চাপা দেয়। এতে পেছনের চাকায় পিষ্ট হয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরটির চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক ও মালিকের নাম ঠিকানা পেয়েছি। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।