ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পল্টনে মহাসমাবেশ সফল করার লক্ষে গাজীপুরে প্রস্তুতি সভা। Logo ।।ভক্ত আশেকানদের জন্য উন্মুক্ত করা হলো ফটিকছড়ির বাবা ভান্ডারীর রওজা।। Logo কালিয়াকৈরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত Logo লক্ষীপুরের রায়পুরে প্রাক্তন ছাত্র ও বন্ধু মহলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ২ শতাধিক কৃষকের মাঝে ধানের চারা বিতরন Logo চট্টগ্রাম বোয়াল খালির হোরার বাগ গ্রামে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নী(সা:) মাহফিল সম্পন্ন Logo লালমোহনে রশিদ দিয়ে চাঁদাবাজি ৬ জন গ্রেফতার Logo নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন Logo গফরগাঁও য়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। Logo লক্ষীপুরের রায়পুরে সরকারি খালে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা Logo বাগমারায় হয়রানিমূলক মামলা ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন 

সিরাজগঞ্জে জানান দিচ্ছে মহোৎসব নবান্নের

মোরছালিন আহম্মেদ, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
  • আপডেট সময় : ১২:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ৯২ বার পড়া হয়েছে

মোরছালিন আহম্মেদ
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়ন এর চরচিলগাছা গ্রামে এবছর প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই ধান কাটার মহা উৎসব শুরু হয়েছে।

বর্তমান সময়ে নদীতে পানি আছে একেবারে তলদেশে। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সকালের সোনারোদ। শেষ হেমন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছে মাঠ ভরা সোনালী ধান।

ঋতুচক্রের নিয়মেই হেমন্তের হাত ধরে আসে নবান্ন। গ্রামবাংলার মাঠে-খেতে চলছে আমন ধান কাটার মহোৎসব নবান্ন (অর্থ: নতুন অন্ন)। যা উওর অঞ্চল ও বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব।

নবান্ন হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে পাওয়া চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব।

নবান্ন উৎসবের মধ্য দিয়ে কোনো কোনো অঞ্চলে ফসল তোলার পরদিনই নতুন ধানের নতুন চালে ফিরনি-পায়েশ অথবা ক্ষীর তৈরি করে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর ঘরে ঘরে বিতরণ করা হয়।

চরচিলগাছা গ্রামের কৃষক মোঃ আসাদুল ইসলাম বলেন, ধান কাটা শুরু করেছি কয়েকদিন হলো। ফলন ভালেই হইছে। পোকার উপদ্রব শুরুতে থাকলে ও শেষের দিকে কমে গিয়েছিলো।

এই এলাকার বেশিরভাগ কৃষকই ধান কাটতে শুরু করেছেন। যারা দেড়িতে ধান রোপণ করেছিলেন তাদের ধান কাটতে আরও সপ্তাহ খানেক লাগবে।

একই এলাকার আরেক কৃষক দৈনিক বর্তমান সংবাদ কে বলেন, আমন ধানের ফলন ভাল হয়েছে। আমার জমির ধান এখনো পুরুদমে পাকেনি। দু-চার দিনের মধ্যে পেকে যাবে। তখন ধান কাটা শুরু করবো ইনশাআল্লাহ।

হেমন্তের বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের মিষ্টি ঘ্রাণ। দিনভর কয়লা খাটুনি খেটে ধান কাটার পর মাড়াই শেষে ঘরে তুলছেন কৃষকেরা।

তাদের এ কাজে সহযোগিতা করছেন কৃষাণি বধূরাও। আর এভাবেই দেখতে দেখতে গোলা ভরে উঠছে কৃষকের।

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন ঘুরে ঘুরে দেখা যায় এই সব চিত্র।

Translate »

সিরাজগঞ্জে জানান দিচ্ছে মহোৎসব নবান্নের

আপডেট সময় : ১২:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

মোরছালিন আহম্মেদ
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়ন এর চরচিলগাছা গ্রামে এবছর প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই ধান কাটার মহা উৎসব শুরু হয়েছে।

বর্তমান সময়ে নদীতে পানি আছে একেবারে তলদেশে। কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সকালের সোনারোদ। শেষ হেমন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছে মাঠ ভরা সোনালী ধান।

ঋতুচক্রের নিয়মেই হেমন্তের হাত ধরে আসে নবান্ন। গ্রামবাংলার মাঠে-খেতে চলছে আমন ধান কাটার মহোৎসব নবান্ন (অর্থ: নতুন অন্ন)। যা উওর অঞ্চল ও বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব।

নবান্ন হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে পাওয়া চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব।

নবান্ন উৎসবের মধ্য দিয়ে কোনো কোনো অঞ্চলে ফসল তোলার পরদিনই নতুন ধানের নতুন চালে ফিরনি-পায়েশ অথবা ক্ষীর তৈরি করে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর ঘরে ঘরে বিতরণ করা হয়।

চরচিলগাছা গ্রামের কৃষক মোঃ আসাদুল ইসলাম বলেন, ধান কাটা শুরু করেছি কয়েকদিন হলো। ফলন ভালেই হইছে। পোকার উপদ্রব শুরুতে থাকলে ও শেষের দিকে কমে গিয়েছিলো।

এই এলাকার বেশিরভাগ কৃষকই ধান কাটতে শুরু করেছেন। যারা দেড়িতে ধান রোপণ করেছিলেন তাদের ধান কাটতে আরও সপ্তাহ খানেক লাগবে।

একই এলাকার আরেক কৃষক দৈনিক বর্তমান সংবাদ কে বলেন, আমন ধানের ফলন ভাল হয়েছে। আমার জমির ধান এখনো পুরুদমে পাকেনি। দু-চার দিনের মধ্যে পেকে যাবে। তখন ধান কাটা শুরু করবো ইনশাআল্লাহ।

হেমন্তের বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের মিষ্টি ঘ্রাণ। দিনভর কয়লা খাটুনি খেটে ধান কাটার পর মাড়াই শেষে ঘরে তুলছেন কৃষকেরা।

তাদের এ কাজে সহযোগিতা করছেন কৃষাণি বধূরাও। আর এভাবেই দেখতে দেখতে গোলা ভরে উঠছে কৃষকের।

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন ঘুরে ঘুরে দেখা যায় এই সব চিত্র।