তমিজ উদ্দিন চৌধুরী,
ফেনী প্রতিনিধি।
আজ ৭/৯/২৪ ইং রোজ শনিবার, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের লস্কর তালুক গ্রামে প্রায় ২০০ বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ''সিমেক ফাউন্ডেশন"। প্রতি পরিবারের জন্য প্রায় ২৬ কেজি পরিমানের পণ্য বরাদ্ধ ছিল। চাল ১০ কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার, পিয়াজ ২ কেজি, আলু ৩ কেজি, লবন ১ কেজি, চিড়া ২ কেজি, ফিটকিরি ১/২ কেজি, চিনি ১ কেজি, গুড়া দুধ ১/৪ কেজি, বিস্কিট ২ প্যাকেট, স্যালাইন ১০ প্যাকেট। সিমেক গ্রুপ এর চেয়ারম্যান ইন্জিনিয়ার সরদার মোঃ শাহীন, প্রতিষ্ঠাতা সভাপতি, সিমেক পল্লী,বালিপাড়া, ত্রিশাল, ময়মনসিংহ এর ব্যাক্তিগত অর্থায়নে পরিচালিত হয় "সিমেক ফাউন্ডেশন”। লস্কর তালুক এর কৃতিসন্তান মুর্শিদ উল্ল্যাহ লিটন এর তত্ত্বাবধানে ২০০ জন হতদরিদ্র বন্যার্ত পরিবারের তালিকা প্রস্তুত, বাড়ী বাড়ী গিয়ে টোকেন প্রদান ও সু-শৃংখল ভাবে ত্রান বিতরণে সহায়তা করেন লস্কর তালুকের ২০-২৫ জন সেচ্চাসেবী। বন্যার্ত অসহায় ত্রান ভোগীদের পক্ষ থেকে "সিমেক ফাউন্ডেশন" এর জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।