মামুন খান:
সাবেক সিঙ্গাপুর প্রবাসী কল্যাণ সংঘ (FSOWA) 2023 এই পরিবার এগিয়ে এলো এক বিধবা মায়ের ছেলে মেয়ের জন্য আর্থিক সহায়তা। সংগঠন থেকে অনুদান দেওয়া হয় শাহজানী,ভাড়রা, নাগরপুর।
অনুদান দেওয়ার সময় উপস্থিতি ছিলেন সাবেক সিঙ্গাপুর প্রবাসী কল্যাণ সংঘ (FSOWA ) পরিবারের সাঃ সম্পাদক জনাব মিলন হোসেন ও এলাকার গন্যমান্য ব্যক্তি গন। মিলন হোসেন ভাই বলেন, অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে আমার অনেক ভালো লেগেছে।
আমি সহ আমাদের সংগঠন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো পারি।মানবতার কাজ করা আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য।
এই সংগঠনের একটাই স্লোগান অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গিকার।
এই সংগঠনের সবাই সিঙ্গাপুর প্রবাসী। সিঙ্গাপুর থেকে অনুদানের টাকা দেওয়া হয় এবং বাংলাদেশ থেকে তা পরিচালনা করা হয়।
সাবেক সিঙ্গাপুর প্রবাসী কল্যাণ সংঘ (FSOWA) 2023 এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মামুন খান বলেন। আমাদের সংগঠন সকলের সহযোগিতায় চালানো হয়। আমরা যখন মানুষের বিপদে পাশে দাড়াতে পারি তখন আমাদের সকলের মনে শান্তি ফিরে আসে। আমাদের সংগঠন সামনে আরো ভালো কিছু করতে পারবে সেই জন্য সকলের দোয়া কামনা করছি।
বাংলাদেশ থেকে একজাক তরুণ ও মেধাবী মুখ সর্বদাই সংগঠনের জন্য কাজ করে থাকে।