সংবাদ শিরোনাম ::
সান্দাকফুতে অসুস্থ পর্যটককে মানবিক সহায়তা প্রদান করল এসএসবি
ভারত প্রতিনিধি :
- আপডেট সময় : ০২:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে
তারিখ ৫ জানুয়ারি ২০২৫ সন্ধ্যায় সান্দাকফু এলাকায় ভ্রমণে আসা এক দম্পতি হোটেল নামো বুদ্ধা-তে অবস্থান করছিলেন। এই সময়ে, দম্পতির একজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকেন।
হোটেল মালিকের কাছ থেকে তথ্য পাওয়ার পর, এসএসবি ৩৬তম ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট (বিওপি) সান্দাকফু-এর জওয়ানরা তাদের কমান্ডিং অফিসারের নির্দেশে দ্রুত মানবিক সহায়তা প্রদান করেন। তারা অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে রোগীকে অক্সিজেন দিয়ে তার অবস্থার কিছুটা উন্নতি ঘটান।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী, রোগীকে পরবর্তী চিকিৎসার জন্য সুখিয়া পোখরি-তে পাঠানো হয়।
এসএসবি জওয়ানদের এই দ্রুত এবং মানবিক পদক্ষেপ স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।
Translate »