সাকিবের কাছে হেরে গেলেন তামিম ইকবাল
- আপডেট সময় : ০৭:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক:
রংপুর রাইডার্সের বিপক্ষে শুরুটা দারুণ ছিল ফরচুন বরিশালের। অধিনায়ক তামিম ইকবাল দলকে এনে দেন উড়ন্ত সূচনা। তবে বোলিংয়ে এসেই তামিমের উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। এতে বড় ধাক্কা লেগেছে বরিশাল শিবিরে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছেন তামিম ইকবাল। টস জয়ে টার শুরুটাও হয় দুর্দান্ত। এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম তিন বল মোকাবিলায় চার মারেন দুটি। পরে আরও দুটি ছক্কাও মারেন তিনি। তামিমের এমন আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ শিবিরে বাড়ছিল চাপ। তবে বোলিংয়ে এসেই দলকে বিপদমুক্ত করেন সাকিব।
পঞ্চম ওভারে প্রথম বল হাতে তুলে নেন সাকিব। তখন বরিশালের স্কোর বিনা উইকেটে ৩৮ রান। সাকিবের প্রথম ডেলিভারির ফ্লাইট বুঝতে ভুল করেন তামিম, বল তার ব্যাটের কানায় লেগে এক্সট্রা কাভারে যায় মুমিনুল হকের হাতে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, পাওয়ারপ্লে শেষ করেছে বরিশাল।