সন্দ্বীপে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার পরিকল্পনা সেবা ক্যাম্প
- আপডেট সময় : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ (চট্টগ্রাম ) প্রতিনিধি:
২০ জানুয়ারি ২০২৫ ইং তারিখ সোমবার মগধরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্প পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আব্দুল মতিন। ক্যাম্পে সেবা প্রদান করেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাজমুল হোসাইন (এম সি এইচ এফপি), উপসহকারী মেডিকেল অফিসার সমর কান্তি জয় ও পরিবার কল্যাণ পরিদর্শিকা পপি দে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মাইটভাংগা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মাইনউদ্দীন, সারিকাইত ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শিমুল মজুমদার, মগধরা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম সহ মাইটভাংগা, মগধরা, সারিকাইত ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী বৃন্দ, ও রণজিৎ মজুমদার।
উক্ত সেবা ক্যাম্পে মাইটভাংগা, মগধরা ও সারিকাইত ইউনিয়ন হতে আগত ২০ জন দম্পতি কে ৩ বছর মেয়াদী জম্মনিয়ন্ত্রন পদ্ধতি ইমপ্লানন সেবা প্রদান করা হয়।
এবং ১ জন কে ১০ বছর মেয়াদি জম্মনিয়ন্ত্রন পদ্ধতি আইইউডি সেবা প্রদান করা হয়। উল্লেখ্য যে সন্দ্বীপে প্রতি মাসে এই সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।