সন্দ্বীপে উৎসাহ উদ্দীপনা সাথে পালিত হয়ছে বই বিতরণ দিবস
- আপডেট সময় : ০৯:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
মোঃ জাহেদুল ইসলাম শিহাব সন্দ্বীপ
নতুন বছরে নতুন শ্রেণিতে উন্নীত হয়েছেন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা। আর এই আনন্দমাত্রায় যোগ হচ্ছে বিনামূল্যে নতুন বই উৎসব। সন্দ্বীপের প্রতিটি স্কুল-মাদ্রাসার শিশুরা পাচ্ছে নতুন বই। নতুন বইয়ের ছোঁয়া পেয়ে উৎসব উল্লাসে মেতেছেন শিক্ষার্থীরা।
সোমবার সকাল থেকে সারাদেশের মত সন্দ্বীপে ও বিভিন্ন বিদ্যালয়ে ও মাদ্রাসায় সকাল থেকে বই উৎসব শুরু হয়েছে। এবার বই উৎসব উপলক্ষ্যে প্রতিটা স্কুল-মাদ্রাসার পাশাপাশি আনুষ্ঠানিকতার জন্য সন্দ্বীপের প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসা পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর মধ্যে বেলা ১১টার দিকে উপজেলা সদরে থানা উন্নয়ন সরকারি প্রথমিক বিদ্যালয়ে ‘বই উৎসব ২০২৪’ উদ্বোধন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম । অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা প্রাথমি ক শিক্ষা অফিসার খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার আবদুল ওহাব ও লিটন দাস । এছাড়া দ্বীপের ১৫০ টি প্রাথমিক বিদ্যালয়, ১১ টি মাদ্রাসা, ও ২৮ টি মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবের সাথে বই বিতারণ করা হয়।
সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, ও মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলমের কাছে জানতে চাইলে সন্দ্বীপে মোট কত শিক্ষার্থী কতগুলো বই বিতারণ করা হয়েছে তারা কোন তথ্য দিতে পারেনি।
বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকে সন্দ্বীপের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুড়ে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিয়েছেন জনপ্রতিনিধি স্কুল মাদ্রাসার সভাপতি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা।
নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। বছরের প্রথম দিনেই প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পৌঁছে গেছে নতুন বই। বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। বছরের প্রথম দিনে বই হাতে পাওয়ায় শুরু থেকেই পড়ালেখা শুরু করতে পারবে শিক্ষার্থীরা। তবে বছরের প্রথম দিন প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রাণ নিতে পারলেও মাধ্যমিকের অনেক শিক্ষার্থীরা শতভাগ বই পায়নি।