সন্দ্বীপে অটোরিকশা মালিক চালকদের নিবন্ধন পরিচয় পত্র ও ড্রেস প্রদান

- আপডেট সময় : ১০:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: সন্দ্বীপ পৌরসভার যানজট নিরাসনের লক্ষে অটোরিকশা মালিক ও চালকদের নিবন্ধন পরিচয় পত্র ও ড্রেস প্রদান কার্যক্রমের ১লা জানুয়ারি বুধবার সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সামনে উদ্বোধন করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অং ছিং মারমা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক রিগ্যান চাকমা।
বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম, উপজেলা কমপ্লেক্স মার্চেট এসোসিয়েশনের সভাপতি আবুল বশার জিএস, উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নাছিরুল কবির মনির তালুকদার, উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, পৌরসভা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সহ সাংবাদিক ও পৌর কর্মকর্তাবৃন্দ।