সখীপুর পৌরসভার কো-কম্পোস্ট প্লান্ট পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম
- আপডেট সময় : ০৮:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
খাঁন আহম্মেদ হৃদয় পাশা,বিশেষ প্রতিনিধিঃটাঙ্গাইলের সখীপুর পৌরসভার কো-কম্পোস্ট প্লান্ট আজ শনিবার দুপুর ১টায় স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন করেন।
প্লান্ট পরিদর্শন শেষে মতবিনিময় সভায় ‘ওয়াটার এইড বাংলাদেশ’ এর সহযোগিতায় সখীপুর পৌরসভার আয়োজনে পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,অতিরিক্ত সচিব ড.মলয় চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো.এমদাদুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো.কায়ছারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ হোসেন পাটওয়ারী, অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, ‘ওয়াটার এইড’এর পরিচালক ফাসিন জাহান ও ইউ সি সি লি: চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন প্রমুখ।
এসময় সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন, সহকারী কমিশনার(ভূমি) মঞ্জুর মোর্শেদ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার,সাঃসম্পাদক সাজ্জাদ লতিফ,সখীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম,জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন তালুকদার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের চারণভূমি,শিল্প -সংস্কৃতিতে সম্মৃদ্ধশালী সখীপুরের ভূয়সী প্রশংসা করে সচিব মুহাম্মদ ইবরাহিম সখীপুর পৌরসভার পৌরভবনসহ পৌরসভার উন্নয়নে নানাবিধ কাজে সার্বিকভাবে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।