ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভালুকায় বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন Logo খুলনা বিভাগের জুলাই-আগস্ট শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক প্রদান Logo কটিয়াদীতে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo কুয়েত সংস্থার রাজশাহী বিভাগীয় প্রতিনিধির বাতিয়া হাফেজিয়া মাদ্রাসার দ্বীতল ভবন নির্মানের জন‍‍্য পরিদর্শন Logo জাফলংয়ে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন Logo কালিয়াকৈরে ফুটবল খেলায় অতিথি না করায় আয়োজক কমিটির উপর হামলার প্রতিবাদে গ্রাম বাসীর বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo বিরামপুরে মুক্তমঞ্চ’র উদ্বোধন করেন জেলা প্রশাসক Logo কেন্দ্রীয় বিএনপি নেতা মিল্টন ভূইয়ার লিফলেট বিতরণ Logo শেরপুর ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ এক মাদক কারবারি গ্রেফতার Logo সোনালী লাইফের ওমরাহ ও ট্রেনিং কর্মশালা

সখিপুর উপজেলা চেয়ারম্যান হলেন অধ্যক্ষ সাঈদ আজাদ

মোর্শেদ খান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

মোর্শেদ খান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখিপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে বুধবার(৫জুন) সখিপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সখিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের ৫জন সহ মোট৬জন,ভাইসচেয়ারম্যান(পুরুষ) পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা)পদে ৪জন মোট ১৪জন প্রতিদ্বন্ধীতা করেছেন।

এতে চেয়ারম্যান পদে অধ্যক্ষ সাঈদ আজাদ (আনারস),ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে শিবলী সাদিক (চশমা) ভাইস চেয়ারম্যান (মহিলা)পদে আখি আতাঊর(ফুটবল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারি রিটার্নি অফিসার সখিপুর ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত উপজেলার ৮৩টি ভোট কেন্দ্রের প্রতিদ্বন্ধী প্রার্থীদের প্রাপ্ত ভোট অধ্যক্ষ সাঈদ আজাদ(আনারস)৩৭হাজার৭শত ৯১,কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সানোয়ার হোসেন (গামছা)১৯হাজার ৪ শত ১২,শওকত সিকদার (কাপপিরিচ) ১৫হাজার৯শত৭৯, আলমগীর হোসেন ৮হাজার৭শত৩৩, ফারুক হোসেন (মোটরসাইকেল)৮হাজার ২শত ১ ভোট,রফিক ই রাসেল (হেলিকাপ্টার) ৩হাজার ৭শত ৮৬ ভোট পেয়েছেন।

ভোট ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে শিবলী সাদিক (চশমা) ৩৮হাজার৭শত২৯, শফিউল ইসলাম (উড়োজাহাজ)২১হাজার ৯শত ৮৪,জয়নাল আবেদীন (তালা)১৭হাজার৫শত৯৬,মুহাম্মদ আয়নাল হক (টিউবওয়েল)১৪ হাজার৯শত৭৯ভোট।

ভাইস চেয়ারম্যান(মহিলা)আখি আতাঊর(ফুটবল) ৪৪হাজার২শত৬৩,রওশন আরা আক্তার রিতা (কলস)২৪হাজার৩শত ৩০, জাহানারা (প্রজাপতি) ২১হাজার৯শত৫০, মেহেরিন খাদিজা লতা(হাঁস) ৩হাজার৩শত১১ভোট পেয়েছেন।

সখিপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ২লাখ ৪৩ হাজার ৬শত ৯২জন,বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৮শত৯৮,সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৬হাজার ৮শত। প্রদত্ত ভোটের শতকরা হার৩৯.৭২ ভাগ।

Translate »

সখিপুর উপজেলা চেয়ারম্যান হলেন অধ্যক্ষ সাঈদ আজাদ

আপডেট সময় : ০৯:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

মোর্শেদ খান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখিপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে বুধবার(৫জুন) সখিপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সখিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের ৫জন সহ মোট৬জন,ভাইসচেয়ারম্যান(পুরুষ) পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা)পদে ৪জন মোট ১৪জন প্রতিদ্বন্ধীতা করেছেন।

এতে চেয়ারম্যান পদে অধ্যক্ষ সাঈদ আজাদ (আনারস),ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে শিবলী সাদিক (চশমা) ভাইস চেয়ারম্যান (মহিলা)পদে আখি আতাঊর(ফুটবল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারি রিটার্নি অফিসার সখিপুর ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত উপজেলার ৮৩টি ভোট কেন্দ্রের প্রতিদ্বন্ধী প্রার্থীদের প্রাপ্ত ভোট অধ্যক্ষ সাঈদ আজাদ(আনারস)৩৭হাজার৭শত ৯১,কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সানোয়ার হোসেন (গামছা)১৯হাজার ৪ শত ১২,শওকত সিকদার (কাপপিরিচ) ১৫হাজার৯শত৭৯, আলমগীর হোসেন ৮হাজার৭শত৩৩, ফারুক হোসেন (মোটরসাইকেল)৮হাজার ২শত ১ ভোট,রফিক ই রাসেল (হেলিকাপ্টার) ৩হাজার ৭শত ৮৬ ভোট পেয়েছেন।

ভোট ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে শিবলী সাদিক (চশমা) ৩৮হাজার৭শত২৯, শফিউল ইসলাম (উড়োজাহাজ)২১হাজার ৯শত ৮৪,জয়নাল আবেদীন (তালা)১৭হাজার৫শত৯৬,মুহাম্মদ আয়নাল হক (টিউবওয়েল)১৪ হাজার৯শত৭৯ভোট।

ভাইস চেয়ারম্যান(মহিলা)আখি আতাঊর(ফুটবল) ৪৪হাজার২শত৬৩,রওশন আরা আক্তার রিতা (কলস)২৪হাজার৩শত ৩০, জাহানারা (প্রজাপতি) ২১হাজার৯শত৫০, মেহেরিন খাদিজা লতা(হাঁস) ৩হাজার৩শত১১ভোট পেয়েছেন।

সখিপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ২লাখ ৪৩ হাজার ৬শত ৯২জন,বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৮শত৯৮,সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৬হাজার ৮শত। প্রদত্ত ভোটের শতকরা হার৩৯.৭২ ভাগ।