মোর্শেদ খান
জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ
২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
এই দিনকে চূড়ান্ত করে তফসিল ঘোষণা করা হয় সন্ধ্যা সাতটার সময়।
নির্বাচন ভবন থেকে বুধবার ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
যার প্রেক্ষিতে সখিপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সখিপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ারের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলকে সখিপুর ডাকবাংলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন জায়গা ঘুরে মুক্তার ফোয়ার এসে শেষ হয়।
মিছিল শেষে সখিপুর মুক্তার ফোয়ারা চত্বরে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম আতিকুর রহমান আতোয়ার, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল সহ-সভাপতি রফিকী রাসেল, সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন কোরুটিয়া সা'দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, সখিপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এম এ সবুর, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমাস আজাদ, যুগ্ন আহ্বায়ক সজীব আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর তারেকে সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য শেষে সখিপুর উপজেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সতর্ক থাকার আহ্বান জানান।