মামুন হাসান: গাজীপুরের শ্রীপুরে গাছের শিকড় কেটে দেওয়ায় বৃষ্টিতে মাটি নরম হয়ে গাছ ভেঙে আবুল হোসেন (৩০) নামে এক কৃষকের গোয়াল ঘরের উপরে পরে যায়। গোয়ালে থাকা গরু রক্ষা করতে গিয়ে দুই জন আহত হয়।
শুক্রবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন - গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত হাসেমের ছেলে হানিফা (৫০) ও আমজাদ আলীর স্ত্রী জরিনা বেগম (৪৫)।
এবিষয়ে আমজাদ আলী ছেলে আবুল হোসেন অভিযোগ করে বলেন, যে গাছটি ঝড়ে আমার গোয়ালের উপর পরেছে, এক সপ্তাহ আগে সেই গাছের শিকড় গুলো আমার চাচাতো ভাই কেটে দেয়। আর শিকড় কেটে দেওয়ার ফলেই আজ গাছটি সামান্য ঝড়ে পরে গেছে। আর এতে আমার মা ও বড় ভাই আহত এবং একটি গরুও আহত হয়েছে। আর এতে আমার প্রায় ২'লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এর জন্য দায়ী আমার চাচা ও চাচাতো ভাই।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, গাছের শিকড় কেটে দেওয়ার ফলে বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় গাছটি পরে যায়। এতে একটি গোয়াল ঘর ভেঙে যায়। এবং গোয়ালে থাকা গরু গুলো এলাকার লোকজন মিলে রক্ষা করে। গরু রক্ষা করতে গিয়ে ২'জন আহত হয়৷
এবিষয়ে অভিযুক্ত রুসমত আলীর ছেলে নাসির উদ্দিন বলেন, আমার জমিটি আমি ড্রাগন চাষের জন্য প্রস্তুত করছিলাম। তাদের গাছের শিকড় আমার জমির উপরে এসে পরেছে। আমার জমি চাষের জন্য উপযোগী করতে বাধ্য হয়ে গাছের শিকড় কাটতে হয়েছে। আর শিকড় কাটার সময় তখন কেউ কিছু বলেনি। এখন ঝড়ে গাছ পরে যাওয়ার আমার উপর শুধু শুধু দোষারোপ করছে৷
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল ফজল মোঃ নাসিম বলেন, এবিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।