শেরপুর জেলায় ব্রহ্মপুত্র নদে হাজারও পুণ্যার্থীর অংশগ্রহণে অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

ববি রানী রায় স্টাফ রিপোর্টার :
পাপমুক্তি ও পুণ্য লাভের আশায় শেরপুর সদরের পুরাতন ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে অংশ নিয়েছেন সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষ। ৫ এপ্রিল শনিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত শহরের শেরপুর- জামালপুর সেতুর পাশে ওই স্নান অনুষ্ঠিত হয়।প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই স্নানের আয়োজন করা হয়। এতে অংশ নিতে শেরপুর, জামালপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা আসেন। শেরপুর- জামালপুরের পরিত্যক্ত পুরাতন ফেরিঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে এ উপলক্ষে জনসমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে বিপুলসংখ্যক হিন্দু নারী-পুরুষ ও শিশু বৈদিক মন্ত্র উচ্চারণ করে স্নান করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা পবিত্র গঙ্গাজলে স্নান করে জগতের যাবতীয় সংকীর্ণতা ও পাপমোচনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। পুণ্যার্থীরা ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা ঘাস ইত্যাদি সামগ্রী দিয়ে নদে স্নান ও পূজা-অর্চনা করেন। স্নান শেষে অনেকে জামালপুর শহরের দয়াময়ী মন্দিরে গিয়ে পূজা ও অর্ঘ্য নিবেদন করেন।এদিকে অষ্টমী স্নান উপলক্ষে প্রতিবারের মতো এবারও জামালপুর শহরের দয়াময়ী মন্দিরের আশপাশে ৩ দিনব্যাপী অষ্টমী মেলা বসেছে। অষ্টমী স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র নদের তীর ও দয়াময়ী এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সেইসাথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।