শেরপুরে ১ আসনে নৌকার মনোনয়ন জমা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৭:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
ববি রানী রায়
স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ শেরপুর সদর ১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিকের মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর জেলা শহরের চকবাজার নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক।
এসময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আপনারা দোয়া করবেন তিনি যেন নির্বাচিত হয়ে তার গুরু দায়িত্ব পালন করতে পারেন এবং আমি নৌকা প্রতীকে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেরপুর-১ আসনটি উপহার দিতে পারি। সেই সাথে শেরপুরের উন্নয়ন যাতে অব্যাহত থাকে এবং সাধারণ ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ।
এসময় শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপ-প্রচার সম্পাদক বিনয় কুমার সাহা, মো. বেলাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আওলাদুল ইসলাম, শহর আওয়ামী লীগ সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হাসান উৎপল, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. হায়দার আলীসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আতিউর রহমান আতিক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুমের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।